আমাদের কথা খুঁজে নিন

   

‘যারা মুচলেকা দেয়, তারা দাগি অপরাধী’

বৃহস্পতিবার শেরপুরে তিনি বলেন, “যারা মুচলেকা দেয়, তারা দাগি অপরাধী। তাই তাদের মুখে এখন আর বড় বড় কথা মানায় না। খালেদা জিয়া জরিমানা দিয়ে কালো টাকা সাদা করেছেন। ”
“২০০৮ সালের ১লা সেপ্টেম্বর তারেক জিয়া বিএনপির সক্রিয় রাজনীতি থেকে অবসর গ্রহণের মুচলেকা দিয়ে বিদেশ পালিয়ে গেছেন। ”
এ সময় মতিয়া উপস্থিত জনতা এবং সাংবাদিকদের সামনে সরকারের কাছে দেয়া তারেক জিয়ার মুচলেকার কপি তুলে ধরেন।


কৃষিমন্ত্রী নিজ নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ীতে ঈদ উপলক্ষে বিশেষ ভিজিএফের চাল বিতরণকালে এসব কথা বলেন।
কৃষি মন্ত্রী বলেন, গরিবের দুঃখ বুঝে শেখ হাসিনা। দুঃখ বুঝে আওয়ামী লীগ। যারা গরিবের রক্ত চুষে বিদেশে টাকা জমায় তাদের দ্বারা দেশের উন্নয়ন সম্ভব না।
তিনি আরও বলেন, বাংলাদেশকে আমরা দুধের নদী, ক্ষীরের পাহাড় গড়েছি, তা বলবো না।

আমরা হাইব্রিড কৃষি উৎপাদন ব্যবস্থা করেছি। যার ফলে বাজারে এখন সারা বছর সব ধরণের সবজি পাওয়া যায়। আওয়ামী লীগ বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন করেছে।
নির্বাচনী এলাকার দ্বিতীয় দিনের সফরে নালিতাবাড়ী উপজেলার বাঘবের, নয়াবিল, রামচন্দ্রকুড়া ইউনিয়নের ৬ হাজার ৭৮৫ জন দুঃস্থ মানুষের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল, ১৫টি স্কুলের ১৭০ ছাত্রীর মাঝে কাপড়, ৮৪০ পিস শাড়ি ইত্যাদি বিতরণ করেন তিনি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.