The truth is, everyone is going to hurt you. You just got to find the ones worth suffering for
উপকরন :- চিংড়ি (মাঝারি সাইজের পরিমানমত) ,চাল ১/২ কেজি ,ডাল পরিমানমত, টমেটো২ টি কুচিঁ,লবন পরিমান মত,তেল,আদা১/২ চা চামচ-রসুন১ চা চামচ-পেঁয়াজ বাটা/ কুচিঁ মাঝারি সাইজের ৪টি ,হলুদ১/২ চা চামচ (পরিমান মত দিন )-মরিচ১/২ চা চামচ (যে যত ঝাল খায় ) -ধনিয়া গুড়া ১ চা চামচ ,কাঁচামরিচ৭/৮ আস্ত ।
*চাল-ডাল একসাথে মিশিয়ে ধুয়ে রাখুন।
*চিংড়ি মাছ ধুয়ে রাখুন ,
*প্যান এ তেল দিন,
*তেল গরম হলে পেয়াঁজ কুঁচি বা বাটা দিন & নাড়তে থাকুন,
*পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে আদা রসুন বাটা দিন পরিমান মত, আদা কম দিবেন বাকী সব পরিমান মত,
*হলুদ-মরিচ-ধনিয়া গুড়া & লবন দিন পরিমান মত ,
* এবার চিংড়ি মাছ দিন আর একটা টমেটো কেটে দিন,
* আধা কাপ পানি দিয়ে সব মিশিয়ে ভাঁজতে থাকুন,
*একটু কষান তারপর চালডাল দিয়ে দিন,
*চালডাল মশলা একসাথে মিশিয়ে ভাঁজুন কিছুখন ।
*এবার পরিমান মত পানি দিন কাঁচামরিচ ছড়ি্যে দিন,
পানি শুকাতে দিন ,২/৪ বার উল্টেপাল্টে দিন যাতে চাল সেদ্ধটা ঠিকমত হয়
পানি শুকিয়ে এলে তাওয়া ব্যবহার করুন / অল্যাপ আঁচে রান্খিনা করুন যাতে খিঁচুড়ি না পুঁড়ে যায়। পুরা পানি শুকিয়ে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ভর্তা / বেগুনভাঁজা,বা ডিমভুনার সাথে ।
কিছু ছাড়াই খেতে পারেন কারন চিংড়ি দেয়া আছে ।
* আচার /সালাদ খান সাথে।
*টিপস : চালডাল ধুয়ে ১৫ মিনিট ভিজিয়ে রাখতে পারেন , খিচুড়ির ভাত তাহলে গরচেলে থাকবেনা।
টিপস যে যে পরিমানে রান্না করবেন সেইভাবে মসলা প্রয়োগ করবেন ,আদা ও হলুদ সবসময় কম পরিমানে দিন।
*স্যালাড :
*শশা, -৪টি
*টমেটো,-৪টি
*পেঁয়াজ্-৩টি মাঝারি
*গাজর-১টি
*লেবু -১টি
*ধনিয়াপাতা
*কাচাঁমরিচ
সব উপকরন কুঁচি কুঁচি করে কেটে নিন লেবু ছাড়া , একটা বাটি্তে লেবু চিপে শুধু রস নিন ,খেয়াল রাখবেন যাতে তেতো না হয়,তেঁতুল গোলা ব্যবহার করতে পারেন।
এবার সবকিছু একসাথে কম লবন দিয়ে মিশান ২ টেবিল চামচ টক দই দিন এক চিমটি ভিটলবন দিনপরিবেশন করুন ; ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।