আমাদের কথা খুঁজে নিন

   

Link2sd app and increase Virtual ram ...Android Galaxy Gio s5660

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility Link2sd ইনস্টল করার পদ্ধতি এর মাধ্যমে ফুন মেমরী কম জায়গা থাকলে তার বদলে মেমরী কার্ড এ জায়গা নিবে ও রেম বৃদ্ধি ভার্চুয়াল ভাবে । মূল তথ্য Click This Link বিস্তারিত: এসডি কার্ড ভাল মানের হতে হবে । ক্লাস ৪ মানের অথবা আরও ভাল ক্লাসের এসডি কার্ড । কারণ রেম বৃদ্ধিতে এস ডি কার্ড এ প্রভাব ফেলবে মানে দ্রুত তার জীবন ক্ষয় হবে । আর রুট করা ফোন হতে হবে ।

রুট করার জন্য প্রত্যেক ফুনের নিজস্ব নিয়মাবলী আছে । এরপর এখান থেকে পার্টিশন সফট হোম টি ফ্রি ডালো করতে হবে । http://www.partitionwizard.com/download.html এই সফট দিয়ে কার্ডকে ফরমেট দিবেন । তবে এর আগে বেকআপ নিতে হবে যদি লাগে । এখন unallocated হবে সম্পূর্ণ কার্ডটি ।

এরপর Right click on it and select create . এরপর ৫১২ বা ১ জিবি বা প্রয়োজনমত জায়গা লিংক২এসডির জন্য রেখে দিবেন Ext2 বা Ext3 or Ext4 partition করার জন্য আর বাকি জায়গাকে partition দিবেন যদি ৪ জিবির কম হলে কার্ড partition দিবেন মূল অংশকে fat দিয়ে । আর কার্ড ৪ জিবির বেশী হলে fat32 দিয়ে মূল অংশ partition .তবে খেয়াল রাখতে হবে যে দুইটি পার্টিশনই যেন প্রাইমারী হয় । অনেকটা এই রকম হতে পারে । তবে চাইলে ভার্চুয়াল রেম এর জন্য আরেকটা সোয়াপ পার্টিশন তৈরী করতে পারি । Click This Link বিস্তারিত ।

কিন্তু আমরা জায়গাটুকু ফিক্স পার্টিশন না করে এপস এর সাহায্যে করব ভিন্ন পদ্ধতিতে । এইবার মূল আলোচনায় ফিরে যাই , লিঙকটুএসডিতে... Click This Link এখান থেকে লিংকটুএসডি এপসটি ডাউনলোড করে রেখেছি আর তা মেমরীকার্ড এ ঢুকিয়ে রেখেছিলাম । এরপর ইনস্টল করলাম মোবাইলে । launch করার পর এপসটি জিজ্ঞাসা করবে রুট করা প্রসঙ্গে । যেহেতু তা রুট করে রেখেছিলাম তাই ইয়েস দিয়ে এগিয়ে যেতে হবে ।

এরপর ext partition সম্বন্ধে জানতে চাইবে । প্রথমধাপে যে লিঙ্কটুএসডি পার্টিশন ফরমেশন ব্যবহার করা হয়েছে তা দিতেহবে । এটি Ext2 বা Ext3 or Ext4 partition হতে পারে । এবার এপস লিংক তৈরী করা । এক্ষেত্রে লিঙকটুএসডিতে যে এপস লিঙক করাতে চান তার উপর ট্যাপ করে ঢুকার পর symbolic link - Create Link এ ট্যাপ করতে হবে ।

কিন্তু মুভ টু এস ডি কার্ড এ নয় !!! এবার প্রত্যেকবার এপিকে ফাইল ইনস্টল করার পর আবার এস ডি লিঙক এ ঢুকে লিংক উপরের পদ্ধতিতে এপসগুলির উপর করতে হবে । তাহলেই ফিনিতো । আরেকটা সহজ টিউটোরিয়াল Click This Link আমার জন্য কাজ করেছে লিঙকটু এসডি । --------------------------------------------------------------- রেম বৃদ্ধি ভার্চুয়ালভাবে: ১ম পদ্ধতি. এবার swapper for root from Google play ডালো করতে হবে অথবা Click This Link অথবা লেটেস্ট ভার্সন Click This Link Create, add and manage Swap memory file without swap partition on SD. Reconfigure if you must change swap size. Android >= 1.6. Need Root and kernel swap support. NO Need swap partition on SD! This program do not partition the SD card প্রোগ্রামটি লাঞ্চ করে রেম সাইজ সিলেক্ট করে আর কোত্থেকে ব্যবহার করে তা মূল ফ্যাট থেকে নাকি এক্সটি পার্টিশন থেকে তা ট্যাপ করে নির্দেশ করে দিতে হবে । আর টিক দিতে হবে অটো লাঞ্চ অপশনে এরপর সেইভ এ ট্যাপ করে শেষ করতে হবে ।

-- ২য় পদ্ধতি. আর ভিন্ন পদ্ধতিতে ভার্চুয়াল রেম বৃদ্ধি করা যায় । Click This Link এর জন্য এপস Click This Link বা গুগল প্লে থেকে ডালো করতে পারেন swapper এপস টি । তবে আগেই বলেছি এক্ষেত্রে ফিক্স পার্টিশন তৈরী করা লাগবে যা উপরে আগেই বলেছি । যারা উবুন্টু ব্যবহার করেন তারা ব্যাপারটা ভাল বুঝবেন । আর খুবই সহজ তবে তার থেকে উপরের প্রথম সোয়াপ মেমরী বৃদ্ধি পদ্ধিতিটাই ভাল ।

বি.দ্র. আমার ক্ষেত্রে মেমরী বৃদ্ধি করা সম্ভব হয়নি কোন পদ্ধতিতেই । হয়ত রম সাপোর্ট করে নাই । যদিও আমি স্টক রম ব্যবহার করি । রম হল এন্ড্রয়িড এস । এর অনেক ভার্সন আছে ।

স্টক রম হল মোবাইল নতুন কিনলে যা সরবরাহ করা হয় । আর কাস্টম হল কাস্টমকৃত নতুনভাবে এন্ড্রয়িড মোডিফাইড অপারেটিং ভার্সন ইনস্টল করা । + আমি একজন নবিশ ব্যবহারকারী তাই ভুল হওয়া স্বাভাবিক । চাইলে কেউ আমাকে সহযোগীতা করতে পারেন । gt-5660 2.3.3 bassisband ver. s5660xxkpa kernel ver. 2.6.35.7-pref-cl561624 root@DELL#1 build num. gingerbread.xxkps ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।