পিসি হেল্প (http://pchelp786.blogspot.com)একটি সাইট যার মাধ্যমে আপনি জানতে পারবেন সকল অজানা টেক সম্পর্কিত খবর এবং টিপস্ ও ট্রিকস্। ধন্যবাদ!!
অ্যান্ড্রয়েড ফোনে(Android Phone) সবাই সব ধরনের অ্যাপ(App) ইনস্টল(Install) রাখতে পছন্দ করে। কিন্তু, এই পছন্দটি এমন এক পর্যায় চলে যায়, যে ইনস্টল(Install) করা অ্যাপ(App) আর আনইনস্টল(Uninstall) না করেই নতুন নতুন সব অ্যাপ(App) ইনস্টল(Install) করতে থাকে। এক পর্যায়ে ফোনের মেমোরি(Memory) পুর্ণ হয়ে যায়। ফলে ফোনের নোটিফিকেশন বারে(Notification Bar) নোটিফাই(Notify) সূচক বার্তা দেখায়।
আর ফোনটিও(Phone) নতুন আর কোন অ্যাপ(App)বা ইনস্টল(Install) করতে পারে না। এতে ফোনটিও(Phone) অনেক ধীর হয়ে পড়ে গতির দিক থেকে। আর সমস্যা থেকে মুক্তির জন্য আজ আমরা নিয়ে এসেছি ‘লিংক-টু-এসডি’(Link2SD)নামক একটি অ্যাপ(App)। এটি সহজেই কোন কোন অ্যাপ(App) ফোন মেমোরি’তে(Phone Memory) ইনস্টল(Install) করা তা দেখাবে পাশাপাশি এসডি কার্ডে(SD Card) মুভ(Move) করতেও সহায়তা করে। এমনকি সিলেক্ট অপশনের মাধ্যমে সহজেই কোন অ্যাপগুলো(Apps) এসডি কার্ডে(SD Card) রাখতে ইচ্ছুক তাও সিলেক্ট(Select) করে রাখা যাবে।
ফিচারসমূহ(Features)br />
১. লোকেশন(Location) পুর্ব থেকেই করে রাখা যায়,
২. কোন মুভেবল অ্যাপ(Moveable App) ইনস্টল(Install) করলে তা পূর্ব থেকে নোটিফাই(Notify)করে,
৩. কেস ক্লিয়ার(Cache Clear) করার জন্য রয়েছে ‘অন-ক্লিক ক্লিয়ার’(One Click Clear)উইগেট(Widget) বাটন(Button) সুবিধা,
৪. কোন অ্যাপ(App) মুভ(Move) করলে তার ডেটা ফাইলগুলো(Data Files) অপরিবর্তনীয় অবস্থায়ই থাকে,
৫. ফোনটি যখন ডেটা ক্যাবল(Data Cable) দিয়ে পিসির(PC) সাথে কানেক্টেড(Connected) করা হয় তখন অ্যাপটি প্রথম মেমোরিটি(First Memory) আনমাউন্টেড(Unmounted) অবস্থায় রাখলেও দ্বিতীয় মেমোরিটি মাউন্টেড(Second Mounted) অবস্থায় রাখে,
৬. সিস্টেম অ্যাপ’কে(System App) কনভার্ট(Convert) করে ইউজার অ্যাপে(User App) আর ইউজার অ্যাপ’কে(User App) সিস্টেম অ্যাপে(System App) কনভার্ট(Convert) পারে এটি,
৭. ইন্টারনেল মেমোরি(Internal Memory) ও এক্সটার্নাল মেমোরি(External Memory) বা এসডি কার্ডে(SD Card) কতটুকু জায়গা অবশিষ্ট আছে তাও দেখায়
রয়েছে আরো অনেক ফিচার(Feature) যা সংক্ষেপে তুলে ধরা হয়েছে।
আমাদের পোস্টগুলো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। `লিংক-টু-এসডি'
আমরা নতুন নতুন সব অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে শীঘ্রই আসছি!
আমাদের সাথেই থাকুন!
আমাদের ফেসবুক পেজ পিসি হেল্প
সৌজন্যে: পিসি েহেল্প (টিপস্ এন্ড ট্রিকস্)
ধন্যবাদ!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।