আমার মতে math is the mother of all subjects. আর ছোটকাল থেকে এই ম্যাথ স্কিল ডেভেলপ করার সবচেয়ে ইফেকটিভ 'টুল' হলো জাপানিজ কুমোন সিস্টেম।
বিস্তারিত এখানে:
http://kumon.com/
আমেরিকার এশিয়ান ফ্যামিলি (বিশেষ করে ইন্ডিয়ান এবং কোরিয়ান/চাইনিজ) এর মধ্যে কুমোন ভীষনভাবে জনপ্রিয়। মাত্র ৩ বছররের বাচ্চাকেও ওরা কুমোন এ ভর্তি করে দেয়। আমরা বাংলাদেশীরা আছি জ্যাকসন হাইটসএর মত আড্ডা অথবা সমিতি নিয়ে ব্যস্ত...। ছেলেমেয়েদের পড়ালেখা নিয়ে খুব বেশী চিন্তা নাই....বেশী হলে জ্যাকসান হাইটসের মত মাদ্রাসার ক্লাশ তো আছেই
আমি আমার নিজের ছেলেমেয়েদের নিয়েই বলতে পারি যে এই পদ্ধতি এত ইফেক্টিভ যে ওরা কমপক্ষে দুই গ্রেড ওপরের ম্যাথ ক্লাশে যাচ্ছে...।
ক্লাশ ফোরের স্টুডেন্টকে algebric factorization, simultaneous linear equations, functions and graphs, graphs of quadratic functions (আই লেভেল: লেভেল এ থেকে আরম্ভ) etc এর উপর প্রতিদিন ৩-৪ পাতার ম্যাথ রুটিন করে করতে হয়। মাসিক ফি $১১০। শুনতে অসম্ভব মনে হলেও, এটা সম্ভব কেননা এমন ভাবে শিখানো হয় যে আপনার সন্তান বুঝতেও পারবে না যে তারা অবলিলায় 'হাইয়ার' ম্যাথ করে যাচ্ছে।
আমার এই পোস্ট হলো আমার সাম্প্রতিক চেস্টা ছিল যে বাংলাদেশে যাতে কুমোন একটা শাখা খুলে তার প্রচেস্টা করা। অনেক ইমেইল, টেলিফোন করেও ওদেরকে রাজী করাতে পারলাম না বাংলাদেশে শাখা খোলাতে ..... ওরা আমাদের দেশের ল্যাক্স কপিরাইট নিয়ে সংকিত...।
কিন্তু ইন্ডিয়াতে ঠিকই শাখা আছে।
আমাদের দেশে অনেক পয়সাওয়ালা লোক আছে.... দেন-দরবার করে টাকা দিয়ে একটা Kumon Franchise বাংলাদেশে আরম্ভ করলে, আমাদের বাচ্চারাও পড়ালেখায় অনেক আগিয়ে যেত। আলোকিত মানুষ হিসাবে নিজেকে গড়ে বিশ্ববাজারে চাইনিজ ইন্ডিয়ানদের সাথে 'ফাইট' করে নিজের স্হান করে নিতে পারত।
অন্তত এমন আলোকিত ভাবে গড়ে উঠবে যে ব্লগে এসে ডাক্তার হয়েও যে লেম্যানের মত বলে না যে মানব ভ্রুন জমাট রক্ত থেকে তৈরী হয়.... আল্লা না করুক যেন এমন ডাক্তারের কাছে আমার না যাওয়া লাগে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।