মরণ আমার ভালো লাগে সুরসাগর হিমাংশু দত্ত (১৯০৮-১৯৪৪) -এর প্রতিভা, কীর্তি ও জীবন পরিচয়, এক অসাধারন বর্ণনায় তুলে ধরেছেন, আমার প্রিয় ব্লগার অমিয় উজ্জ্বল, তাঁর এই পোস্টে - সুর সাগর হিমাংশু দত্ত - প্রায় বিস্মৃত এক সংগীত প্রতিভা হিমাংশু দত্তের কালজয়ী গানের সংকলন, 'প্রথম অরুন প্রাতে' অ্যালবাম নিয়ে আমার এই পোস্টটি, অমিয় উজ্জ্বল ভাইয়ের পোস্টটির ফলো-আপ হিসাবে, অমিয় উজ্জ্বল ভাইয়ের উদ্দেশ্যেই নিবেদিত হল। সুরসাগর হিমাংশু দত্তের গান - প্রথম 'অরুন' প্রাতে ০১ নব জনমের প্রথম অরুন প্রাতে - আরতি মুখোপাধ্যায় ০২ চাঁদ কহে চামেলী গো - হেমন্ত মুখোপাধ্যায় ০৩ বনের চামেলী ফিরে আয় - প্রতিমা বন্দ্যোপাধ্যায় ০৪ তোমারি পথপানে চাহি - শ্যামল মিত্র ০৫ শুধু কাঙালের মত - সন্ধ্যা মুখোপাধ্যায় ০৬ বিরহিণী চির বিরহিণী - মানবেন্দ্র মুখোপাধ্যায় ০৭ নিশীথে চলে হিমেল বায় - নির্মলা মিশ্র ০৮ ফাগুনের বাঁশিখানি - মানবেন্দ্র মুখোপাধ্যায় ০৯ আকাশের চাঁদ মাটির ফুলেতে - কৃষ্ণা চট্টোপাধ্যায় ১০ ছিল চাঁদ মেঘের পারে - অনুপ ঘোষাল ১১ রাতের দেউলে জাগে বিরহী তারা - প্রতিমা বন্দ্যোপাধ্যায় ১২ আলোক আঁধার যেথা করে খেলা - হেমন্ত মুখোপাধ্যায় ১৩ রাতের ময়ূর ছড়ালো - সন্ধ্যা মুখোপাধ্যায় ১৪ তোমারই বিরহে জানি গো - শ্যামল মিত্র ১৫ তুমি যে আঁধার - কৃষ্ণা চট্টোপাধ্যায় ১৬ ঝর ঝর ধারা বিরহ বরিষা - মানবেন্দ্র মুখোপাধ্যায় ১৭ কোন সে সুদূর অশোক কাননে - শিপ্রা বসু ১৮ বরষার মেঘ নামে - সুমন চট্টোপাধ্যায় ১৯ তব স্মরণখানি - আরতি মুখোপাধ্যায় কোয়ালিটি - ১২৮ কেবিপিএস এমপি৩ ফাইল সাইজ - ৫৬ মেগাবাইটস ডাউনলোড - সুরসাগর হিমাংশু দত্তের গান - প্রথম 'অরুন' প্রাতে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।