উপকার করতে না পারি,ক্ষতি করবনা অন্তত ভালো একটি ফোন মানেই নোকিয়া!!আমি মনে করি মোটামুটি সকল ফোন ব্যবহারকারীই কোন না কোন সময় নোকিয়া ব্যবহার করেছেন!! আজকে এই নোকিয়ারই কিছু কোড নিয়ে হাজির হলাম।এগুলো নোকিয়া সেটের বিভিন্ন কাজে লাগে।তবে এই কোড সব গুলো সব সেটে কাজ করবেনা।বেশীরভাগই নতুন সেটগুলোতে কাজ করবে।আর হ্যা রিস্টর ফ্যাক্টরির কাজ তো জানেনই।সো ওটা টেপার সময় সাবধান!! চলুন তাহলে দেখে নেওয়া যাক!! ________________________________________ *#7780#—-রিস্টোর ফ্যাক্টরি করার অপশন *#3283#—-ম্যানুফ্যাকচারিং এর তারিখ *#746025625#—সিম লক বন্ধ করার অপশন *#67705646#—-অপারেটর লোগো মুছে ফেলার অপশন *#73# ———গেম এবং সময় রিসেট করার অপশন *#0000#—–আপনার মোবাইলের সফ্টওয়ারটি্র ভার্ষন *#06# ——মোবাইলের আইএমই(IMEI) নাম্বার দেখুন *#7760# —-প্রোডাকশন নাম্বার সিরিয়াল *#2820#—–ব্লুটুথের ম্যাক অ্যাড্রেস *#9999#—-মোবাইল সফটওয়্যারে ভার্ষন *#2640#—-মোবাইলের সিকুরিটি কোড *#7328748263373738#—এই কোড ব্যবহার করলে সকল সিকুরিটি কোড রিসেট করে *#43#——চেক করুন কল ওয়েটিং ওপশন চালু আছে কিনা *#7370#—মোবাইলের ফোন মেমোরি ফরম্যাট করা *#335738#—-GPRS এবং Email সেটিংস মুছে ফেলুন #pw+1234567890+1# —-আপনার মোবাইলের লক স্টাটাস দেখার জন্যে #pw+1234567890+4#—-আপনার মোবাইলের সিম লক স্টাটাস দেখার জন্যে এগুলো হয়ত আগেও দেখে থাকবেন।সেক্ষেত্রে শুধু শুধু আগে দেখেছি টাইপের কমেন্ট করবেননা দয়া করে। ভাল থাকবেন সবাই। বিদায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।