যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.
প্রেম .. এখন সবখানে প্রেম আর ভালবাসার জয়যোকার..... ভালবাসা না হলে নাকি জীবন টাই মাটি... এই সব কথা এখনকার জমানায় নরমাল। তো যাই হোক। এই লেখায় কিছু বিষয় নিয়ে লিখব...। ।
ছেলেদের ক্ষেত্রে......
প্রেম করবেন...??? খুব ভাল ...।
কিছু বিষয় জেনে তারপর করুন -
• প্রেম করার মত বয়স হয়েছে কি না দেখে নিন
• তা কে সরাসরি প্রেম করার অফার না দিয়ে প্রথমে friendship এর অফার দিন । আসতে আসতে আপনি বুজতে পারবেন তার সাথে আপনার মনের মিল হবে কি না।
• ধৈয্য্ থাকতে হবে অসিম । ইহা না থাকলে শিখে ফেলুন কি করে ধরতে হয় ।
• কথা শুনতে হবে বেশি বলতে হবে কম ।
• একটু তারিফ করতে তো হবেই । তার রূপের থেকে তার গুণের তারিফ করুন ।
• খুব ঘুরাঘুরি করার অভ্যাস করতে হবে ।
• আপনার ভালবাসা কে সম্মান আর বিস্বাস করুন । বিনিময়ে আপনি ও তাই পাবেন ।
• মাঝে মাঝে surprise করে দিতে হবে। এটা তাহারা অধিক লাইক করে।
• ফুল দেয়া যেতে পারে যে কোন সময় ।
• সপ্তাহে ২/৩ দিন এর বেশি দেখা করতে হবেই ।
• ফোন এ কথা বলতে হবে ৪/৫ দিন ।
• নিজের কোন ভুল হলে তাকে sorry বলুন । মিস্টি করে কথা বলুন । নিজের দোষ শিকার করাটা অনেক ভাল একটা গুণ ।
কি কি করবেন না -
• ঝগড়া করুন কিন্তু বেশি না করাই ভাল ।
• emotional blackmail এ যাতে না পড়েন সেই দিকে খেয়াল রাখবেন ।
• মনে রাখবেন একটা মানুষ এর সব কিছু কিন্তু বদলানো যায় না। তাই কিছু টা ছার দিতেই হবে
• সপ্নে সপ্নে বিভোর হয়ে যাবেন না তাকে নিয়ে। বাস্তবে ফিরে আসুন । বাস্তবতা অনেক কঠিন ।
• প্রেম ভালবাসা নিয়ে সারাদিন রাত বছর কাটাবেন না ।
মনে রাখবেন এটা জীবনের একটা অংশ মাএ । আপনার পুরা জীবন সামনে পড়ে আছে।
• আপনার ভালবাসা কে কখনই অমরযাদা করবেন না।
• আপনি নিজে যা তাই প্রকাশ করুন তার কাছে । বেশি না কম ও না ।
কারণ এটার উপর ই অনেক কিছু depend করবে ।
মেয়েদের ক্ষেত্রে......
• যাকে ভালবাসবেন তাকে অনেক ভালবাসুন ।
• তার পাশে থাকুন সুখে দুঃখে
• তাকে সব কিছুতেই support করুন ।
• আপনার সাথে তার মতের মিল হচ্ছে কিনা দেখে নিন । না হয়ে থাকলে ২ জন মিলে বসে তার সমাধান করুন ।
• নিজেদের মধে বোঝাপড়া টা যাতে ভাল হয় সেটা নজর দিন ।
• তাকে বুজতে শিখুন ।
• কোন ভূল সে যদি করে ফেলে তবে ধরিয়ে দিন ।
• আপনার ভালবাসা কে সম্মান আর বিস্বাস করুন ।
কি কি করবেন না -
• ঝগড়া করুন কিন্তু বেশি না করাই ভাল ।
• emotional blackmail টা কম করলেই ভাল ।
• মনে রাখবেন একটা মানুষ এর সব কিছু কিন্তু বদলানো যায় না। তাই কিছুটা ছার দিতেই হবে ।
• তাকে বিয়া করার pressure দিবেন না । সে যদি student হয়ে থাকে তাহলে বিয়া করার চিনতা করবেন না ।
সময় দিন আর আপনিও সময় নিন । নিজেদের কে আগে prepare করে নিন ।
আর মনে পরছে না । পরে আবার লিখব । তবে এক্তা কথায় বলব সেতা হল ২ জন ২ জন এর প্রতি যদি satisfied হয়ে থাকেন তাহলেই আপনাদের সম্পরক সামনে আগাতে পারে ।
খালি ঝগড়া বিবাদ অশানতি করে কোন relation ই পুরনতা পায় না । এতে মনের শান্তি নষট তো হয়ই সাথে একে অন্যের উপর বিরূপ ধারনা ও জন্ম নিতে পারে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।