আমাদের কথা খুঁজে নিন

   

জেনে নিন

১.    ‘বড় গোয়ালিয়া’ মসজিদ কোথায় অবস্থিত?    উত্তর : দাউদকান্দির কাছে বড় গোয়ালিয়ায় অবস্থিত। ২.    খানজাহান আলীর ষাটগম্বুজ মসজিদের কয়টি গম্বুজ আছে?    উত্তর : ৮১টি। ৩.    আন্দরকিল্লা জামে মসজিদ কোথায় অবস্থিত?    উত্তর : চট্টগ্রামে। ৪.    আন্দরকিল্লা মসজিদ কার আমলে নির্মিত?    উত্তর : শায়েস্তা খাঁর আমলে। ৫.    কদম মোবারক মসজিদ কোথায় অবস্থিত?    উত্তর : চট্টগ্রামে।

৬.     শাহসুজা বড় কাটরা নির্মাণ করেন কত খ্রিস্টাব্দে?    উত্তর : ১৬৪৪ খ্রিস্টাব্দে। ৭.     ছোট কাটরা নির্মিত হয় কত খ্রিস্টাব্দে?    উত্তর : শায়েস্তা খাঁর আমলে। ৮.    ছোট কাটরা নির্মিত হয় কত খ্রিস্টাব্দে?    উত্তর : ১৬৬৩ খ্রিস্টাব্দে। ৯.     তারা মসজিদ কোথায় অবস্থিত?    উত্তর : ঢাকার আর্মানিটোলায়। ১০.    ধানমণ্ডির ঈদগাহ স্থাপন করা হয় কোন খ্রিস্টাব্দে?    উত্তর : ১৬৪০ খ্রিস্টাব্দে।

     -শিক্ষা ডেস্ক 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.