আমাদের কথা খুঁজে নিন

   

মুভি রিভিউঃ The Prestige(2006)+Bluray Download Links

মাইরালা আম্রে মাইরালা মুভি রিভিউঃ The Prestige (2006) Directed & Produced by Christopher Nolan Starring: Christian Bale, Hugh Jackman, Michael Caine, Scarlett Johansson সাইকোলজিক্যাল মিস্ট্রি থ্রিলার জগতের একটি অনবদ্য সৃষ্টি "The Prestige" মুভিটি। এর ডিরেকশন এ আছেন ব্যাটম্যানখ্যাত Christopher Nolan এবং Christian Bale. সাথে আছেন Hugh Jackman, Michael Cane এবং Scarlett Johansson. ম্যাজিকের ৩টি পার্ট বা এক্ট আছে। The Pledge, The Turn & The Prestige. এগুলো সম্পর্কে মুভিটিতে এভাবে বর্ণনা আছেঃ The Pledge: The magician shows you something ordinary The Turn: The magician takes the ordinary something and makes it do something extra ordinary. The Prestige: Making something disappear isn't enough. You have to bring it back. That's why every magic trick has the third act, the hardest part. The part we call "The Prestige" আলফ্রেড বর্ডেন এবং রবার্ট এঞ্জিয়ার বেশ উচ্চ পর্যায়ের ম্যাজিসিয়ান। ছবির প্রথমেই দেখা যায় আলফ্রেড বর্ডেন জেলে। কারন সে রবার্ট এঞ্জিয়ার AKA The great Danton কে খুন করেছে।

তারপর ছবির কাহিনী শুরু হয়। রবার্ট এঞ্জিয়ার(Hugh Jackman) এবং আলফ্রেড বর্ডেন(Christian Bale) এক টিম হিসেবে কাজ করে। যখন একজন জাদু দেখায় তখন অন্যজন দর্শক হিসেবে থাকে। দর্শকের মধ্যে থেকে যখন কাউকে জাদুকর ডাকে তখন তাদের মধ্যে থেকেই একজন যায়। এভাবে তাদের জাদুর ব্যাবসা ভালই চলছিল।

কিন্তু হটাত একদিন পানিতে ডুবন্ত অবস্থা থেকে মুক্ত হওয়ার জাদু দেখানোর সময় এঞ্জিয়ার দর্শকদের মধ্যে থেকে দুইজনকে ডাকে। নিয়ম অনুযায়ী আলফ্রেড আসে এবং এঞ্জিয়ারের ওয়াইফের হাত বেধে দেয়। (উল্লেখ্য জাদুতে মুক্ত হওয়ার কাজটা করত এঞ্জিয়ারের ওয়াইফ। ) কিন্তু তার যে ধরনের গিঁট দেয়ার কথা ছিল তা না দিয়ে অন্য ধরনের দেয়। ফলে এঞ্জিয়ারের ওয়াইফ পানির ভিতরে থাকা অবস্থায় নিজের হাত মুক্ত করতে পারে না এবং শেষ পর্যন্ত সেখানেই মারা যায়।

এরপর থেকে এঞ্জিয়ার আর বর্ডেন আলাদা হয়ে যায় এবং একে অন্যের বিরুদ্ধে লাগে। দুইজন আলাদা জাদু দেখায়। সবসময় কম্পিটিশন করে কে কার চেয়ে ভাল দেখাবে। একজন ভাল করলে অন্যজন সেখানে গিয়ে স্যাবোটাজ করে তার জাদু নস্ট করে দেয়। এভাবে চলতে চলতে হটাত একদিন অসাধারণ এক জাদু নিয়ে আসে বর্ডেন, The Transported Man।

একজায়গা থেকে উধাও হয়ে মুহুর্তে আরেক জায়গায় পৌঁছে যায়। এঞ্জিয়ার বুঝতে পারে না এটা কিভাবে সম্ভব। তাই সে তার এসিস্টেন্ট অলিভিয়া(Scarlett Johansson) কে বর্ডেনের কাছে পাঠায় যেন সে বর্ডেনের সিক্রেট ট্রিক্স বের করতে পারে। কিন্তু সমস্যা হয় অলিভিয়া বর্ডেনের সাথে কাজ করতে করতে বর্ডেনের প্রেমে পরে যায়। তারপর সে বর্ডেনের নির্দেশে এঞ্জিয়ারকে একটা সেমি ফেক ডায়রি পাঠায় যাতে লেখা ছিল তার ম্যাজিক ট্রিক্স।

সেই ট্রিক্স দেখে এঞ্জিয়ার ভাবে আলভা এডিসনের সাহায্যে বর্ডেন এই ট্রিক্স করছে। তাই সে টেসলা নামক আরেক বিজ্ঞানীর কাছে যায় তাকেও এরকম একটা মেশিন বানিয়ে দেওয়ার জন্য। অনেক টাকা ঢালে এর পিছনে। শেষ পর্যন্ত সফলও হয়। কিন্তু এই মেশিনের সমস্যা একটাই।

এটি মানুষকে ট্রান্সপোর্ট করতে পারে না। বরং মানুষের একটা কপিকে ট্রান্সপোর্ট করে ফেলে। অর্থাৎ দুইটা মানুষ তৈরি হয়ে যায়। ফলে তাকে প্রত্যেকবার একবার করে মরতে হয় এ ট্রিক্স দেখানোর জন্য। এরপর থেকে শুরু হয় আসল মজা।

ছবির সবচেয়ে বড় টুইস্ট। ছবির কাহিনী অনেকটুকু exposed হয়ে গিয়েছে যদিও। কিন্তু আমার মনে হয় না তাতে তেমন কোন সমস্যা হবে। ছবির মেইন টুইস্ট এবং মেইন টার্ন এখান থেকেই শুরু। ছবির বাকিটুকু দেখে হাজারবার অনুমান করার চেস্টা করলেও এরপরের ঘটনা কেউ অনুমান করতে পারবে না।

এজন্য স্ক্রিপ্ট রাইটারকে ধন্যবাদ। ডিরেকশনঃ ডিরেকশনে ছিল বস ক্রিস্টোফার নোলান। তার উপর কোন কথা নাই। অসাধারন ডিরেকশন। স্ক্রিনপ্লেতে তার সাথে যুক্ত হয়েছেন তার ভাই জোনাথন নোলান।

স্বভাবতই দুইজনের মিলিত চেস্টায় সুপার্ব হয়েছে। এক্টিংঃ এক্টিং এর কথা না বললেই নয়। সম্ভবত এটি ছিল ক্রিশ্চিয়ান বেল এর অন্যতম সেরা এক্টিংগুলোর মধ্যে একটি। হিউ জ্যাকম্যান তার চরিত্রে ভাল করেছে। স্কারলেট জোহানসন ছিল সাইড এক্টর হিসেবে।

তার চরিত্রের প্রয়োজনও সে যথাযথ ভাবে পুর্ণ করতে পেরেছে। স্টোরিঃ ছবিটি করা হয়েছে ১৯৯৬ সালের একই নামের নভেল থেকে যেটি লিখেছেন ক্রিস্টোফার প্রিস্ট। স্টোরিটি এধরনের ছবির জন্য সুইটেবল ছিল। শুধু একমাত্র উইকনেস এ ছবির ফিজিক্স এর সাথে কোন মিল নেই। স্টোরির কারনে ছবিতে অনেক কিছুই দেখানো হয়েছে যেগুলো বাস্তব জীবনে সম্ভব নয়।

তবে মিস্ট্রি ছবি দেখতে গেলে এসব একটু এভোয়েড করে দেখতে হয়। সিনেমাটোগ্রাফি, ভিসুয়াল ইফেক্ট এবং সাউন্ডট্র্যাকঃ বেশ উচ্চমানের ছিল যা ছবির সাথে পুরোপুরি মানিয়ে গিয়েছে। Review writer's rating: Direction: 2.8/3 Acting: 2.3/2.5 Story: 1.8/2.5 Visual & sound: 1.7/2 Total: 8.6 So now the question is, "Are you watching closely?" 720p Bluray download: Click This Link এই রিভিউটি আগে ফেসবুকের মুভি লাভারজ পোলাপাইন গ্রুপের রিভিউ কন্টেস্টে পাবলিশ করা হয়েছিল। যারা এই মুভি পছন্দ করেছেন তাদের জন্য আরেকটি হাইলি রিকমান্ডেড মুভিঃ The Illusionist  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.