জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়। অতনুর ঐ বিষমাখা শর লাগলে গায়ে বিষম জ্বর; কাঁপে থর্থর শিথিল ধরা খাসনে তোরা বিষের বড়া। উথাল পাথাল ঢেউ জাগে যে কী নেশা সেই অনুরাগে, আনতে বাগে মনকে আমার লাগে তখন হাজার কামার। জ্বলন্ত সেই লোহার মাঝে ঘা দিয়ে যাই সকাল-সাঁজে, লাজে তখন যাই মরে যাই- নিরন্তহীন অতনুকে চাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।