আমাদের কথা খুঁজে নিন

   

অতনু তিয়াসের গান।



আমি রাতের প্রহরী বল্লম হাতে নিয়ে, বাঁশিতে জানান দিয়ে নিরাপদ ঘুম ফেরি করি।। বেওয়ারিশ কুকুরটা ঘেউ ঘেউ ডাকছে রাত মাতালের চিতকার। গাল দিতে দিতে ওই দেহ পসারিনি যাই খদ্দের মেটাইনি পাওনা যে তার। আমার পাওনা ছিল চোখ ভরা ঘুম পেছনে শুধু আহাজারি। আমি রাতের প্রহরী বল্লম হাতে নিয়ে, বাঁশিতে জানান দিয়ে নিরাপদ ঘুম ফেরি করি।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।