The truth is, everyone is going to hurt you. You just got to find the ones worth suffering for
আপনাদের সাথে শেয়ার করি আমার রেসিপি । শুরু করা যাক ।
উপকরন :
১. মুরগী ২টি
২.আদা পেস্ট ২ টেবিল চামচ
৩.রসুন পেস্ট ২ টেবিল চামচ
৪.টক দই ৩ কাপ লিকুইড হলে , ঘন হলে ১.৫ কাপ
৫.পেয়াঁজ বাটা ৩ কাপ
৬.লবন ।
৭.পোস্ত দানা পেস্ট ২ চা চামচ
৮.জায়ফল ,জয়ত্রী পেস্ট একসাথে ১ চা চামচ ।
৯.কেওড়া জল ১/৪ কাপ
১০. গোলাপজল ২চা চামচ
১১. তেল ২ কাপ ।
১২. জিরা পেস্ট ২ চা চামচ.
১৩.ধনিয়াগুড়ো ২ চা চামচ
১৪. মরিচগুড়ো আধা চা চামচ ।
১৫.কাচাঁমরিচ বাঁটা ২ টেবিল চামচ আর আস্ত ৫ টি
১৬.বাদাম পেস্ট ২ টেবিল চামচ ।
১৭. আপনার হাত আর ভালোবাসা ।
১৮. আর অবশ্যই এক চামচ চিনি ।
আসুন আমার সাথে রান্না করুন :
ঐ যে দেখেন তো পাতিল টা আছে কিনা মাথার উপর ? পেয়েছেন? ওহ না পেলে বড় ডিসকো চেহারার পাতিলটাই নিয়ে আসেন তো দেখি ।
আর হ্যা ঐ বোলটাও নিয়ে আসেন ।
মুরগি ভাল মত ধুয়ে রেখেছেন তো নাহলে কিন্তু সমস্যা । আচছা এইবার মুরগির সাথে একটু আদা পেস্ট ,রসুনপেস্ট আর টকদই দিয়ে ম্যারিনেড করে মানে হাত দিয়ে ভালোমত মাখিয়ে ৩০ মিনিট ফ্রিজে রাখুন ।
৩০ মিনিট পর মুরগিগুলো অল্প তেল এ ভেজে নিন হালকা বাদামি হবে ,দেখবেন ভাজা যাতে বেশি কড়া না হয়ে যায় ।
এইবার ঐ বড় ছড়ানো পাতিল টা আনেন দেখি ।
হ্যা ঐটাই । চুলোয় দিন ।
এখন তেল দিন , তেল গরম হলে পেঁয়াজবাটা দিয়ে ভাজঁতে থাকুন , একটু বাদামী করে ভাঁজুন তারপর আদা ,রসুন , পোস্ত দানা ,জায়ফল ,জয়ত্রী ,বাদাম আর কাচাঁমরিচ বাঁটা দিন এবং ভাঁজতে থাকুন কিছুখন. বাকি মসলা আর টকদই দিয়ে দিন গোলাপজল আর কেওড়াজল সহ । ভালোমত কষিয়ে নিন মসলা। এরপর ভাঁজা মুরগি দিয়ে দিন ।
মুরগিসহ ১০ মিনিট কষান এবং তারপর ২ গ্লাস পানি দিন । ঢাকনা দিয়ে রান্না করুন ৩০ মিনিট তারপর আস্ত কাচাঁমরিচ দিয়ে দিন এবার আবারো ঢাকনা দিয়ে আবার কিছুক্ষন রান্না করে পানি শুকিয়ে ফেলুন যতক্ষন ঘন গ্রেভি না হবে ।
এরপর পরিবেশন করুন আপনার ইচ্ছেমত , আমি পরিবেশন ছাড়াই দিলাম কারণ পরিবেশনের উপকরন ছিলনা । ওহ লবন আর চিনি দিতে ভুলবেন না কিন্তু এইখানে দুইটাই পরিপূরক । রান্না করার সময় পরিমান বুঝেই রান্না করুন আর অবশ্যই আগ্রহ নিয়ে নাহলে মজা অর্ধেক কমে যাবে
পোলাও এর সাথেই পরিবেশন করুন ।
সালাদ/ রাইতাও নিতে পারেন । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।