অচিন আমি অচিনপুরের । চিনতে চাই নিজেকে । চিনতে পারলামনা নিজেকে তাই , একলা একা এই আমি একলা থাকতে ভালোবাসি । প্রতিদিন দুই ঘণ্টা লোড শেডিংয়ের জন্য বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেছেন, “আমি বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছি, সকালে এক ঘণ্টা এবং বিকালে এক ঘণ্টা লোড শেডিং করতে।
যাতে জনগণ লোড শেডিংয়ের কষ্ট ভুলে না যায়। ”
“এতে একটা উপকার হয়- বিদ্যুৎ বিল কম আসে,” কথাচ্ছলে বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হকের সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা রমজান মাসে লোড শেডিং না হওয়ার বিষয়টিও উল্লেখ করেন।
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সবার প্রতি পরামর্শও দিয়েছেন তিনি।
এর আগে, স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর বিদ্যুৎ উৎপাদন ২৪ হাজার মেগাওয়াটে নেওয়ার পরিকল্পনা করে।
বর্তমানে উৎপাদন ক্ষমতা ৮ হাজার ৩১৫ মেগাওয়াটে উন্নীত হয়েছে।
ফজলুল আজিম সংসদে উপস্থিত না থাকায় তার পক্ষে মুজিবুল হক প্রশ্নটি সংসদে উত্থাপন করেন।
মুজিবুল হকের সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, “২০০১ সালে আমরা যখন ক্ষমতা ছেড়ে গেলাম, তখন ৪ হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। ২০০৮ এ আবার ক্ষমতায় এসে পেলাম ৩ হাজার ২০০ মেগাওয়াট।
“আমরা আশু পদক্ষেপ নিয়েছি বলে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক পর্যায়ে এসেছে।
”
বর্তমান সরকারের সময়ে ৩ হাজার ৫৯৫ মেগাওয়াট ক্ষমতার ৫১টি বিদ্যুৎ কেন্দ্র বাণিজ্যিকভাবে চালু হয়েছে। এর মধ্যে ১ হাজার ৭২৩ মেগাওয়াট বিদ্যুত উৎপাদনে কাঁচামাল হিসেবে গ্যাস এবং ১ হাজার ৮৭২ মেগাওয়াট উৎপাদনে তেল ব্যবহার হচ্ছে।
ফজলুল আজিমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, রমজান মাসে চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ যথেষ্ট ছিল। গত ২০ জুলাই থেকে উৎপাদন প্রান্তে কোনো লোড শেডিং ছিল না।
ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির লক্ষ্যে গ্রিড লাইন ও সাবস্টেশন নির্মাণ কাজ প্রক্রিয়াধীন জানিয়ে তিনি বলেন, “আগামী বছরের মধ্যবর্তী সময় থেকে এ বিদ্যুৎ পাওয়া যাবে।
”
বর্তমানে দেশে গড়ে দিনে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ খাতে প্রতিদিন ৯৫০ থেকে ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে।
আগামী বছরের মধ্যে জাতীয় গ্রিডে ৪২০ থেকে ৪৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস যোগ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রীর উত্তরের পর স্পিকার আবদুল হামিদ বলেন, “এখানে অনেক গন্যমাণ্য ব্যক্তি আছেন। এখনো গেলে দেখা যাবে, কয়জন এসি আর বাথরুমের লাইট জ্বালিয়ে চলে এসেছেন। ”
জাতীয় সংসদে প্রতিদিন সৌর শক্তি ব্যবহার করে ১০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলেও স্পিকার জানান
এখানে দেখুন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।