লগ ইন করুন অথবা নিবন্ধন করুন

আমাদের কথা খুঁজে নিন

   

পবিত্র শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানাতে আসা সত্যিকারের হুমায়ুন ভক্ত নারীদেরকে যারা নিজেদের যৌন লালসা মেটাতে যৌন নিপীড়ন করার দুঃসাহস দেখায়,তাঁরা আসলে কি শুধু জানোয়ারই,নাকি জানোয়ার দ্য গ্রে???

মসজিদ-মন্দিরেও কেউ কেউ জুতো চুরি করার জন্যই যায়,এটা খুবই পুরান কাহিনী। তাই বলে সদ্য প্রয়াত মেধাবী লেখক হুমায়ূন আহমদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে যেয়েও যদি শোঁকাহত কোন হুমায়ূন ভক্ত, মানে আমাদেরই কোন বোন,আমাদেরই কোন মা'কে পাশবিক যৌন নিপীড়নের শিকার হতে হয়,তাহলে তো বলতেই হয়- এই সব যৌন নিপীড়ক ভণ্ড হুমায়ূন ভক্তদের দিয়ে আর যাই হোক শিল্প-সাহিত্য চর্চা হতে পারে না,পারে না,পারে না। বড়জোর তাঁরা রগরগে পিন-আপ চটি গল্পের বখাটে পাঠক হতে পারে,তাঁরা কিছুতেই সাহিত্য প্রেমিক হতে পারে না। পবিত্র শহীদ মিনারে মেধাবী এ লেখককে শেষ শ্রদ্ধা জানাতে আসা সত্যিকারের হুমায়ুন ভক্ত নারীদেরকে যারা নিজেদের যৌন লালসা মেটাতে যৌন নিপীড়ন করার দুঃসাহস দেখায়,তাঁরা আসলে কি শুধু জানোয়ারই,নাকি জানোয়ার দ্য গ্রেট, আপনারাই বলুন তো???? মেধাবী লেখক হুমায়ুন আহমেদ,আপনি আমাদের দয়া করে ক্ষমা করুন,আমরা অবুঝ,আমরা পাপি,আমরা আপনার বিদেহী আত্মাকে হয়তো অনেক,অনেক কষ্ট দিচ্ছি,তাই না। লাল সালাম,প্রিয় কমরেড হুমায়ূন আহমেদ,তোমাকে হাজার হাজার বার,লক্ষ লক্ষ বার,কোটি কোটি বার আমাদের লাল সালাম। প্রিয় কমরেড,চোখ মেলে দেখে যাও,কিছু বর্বর যৌন নিপীড়ক বাদে, সারা বাংলাদেশ কাঁদছে। সব পথ যেন মিশে গিয়েছিলো কেন্দ্রীয় শহীদ মিনারে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.