স্থানঃ শ্যামলী রিং রোড
তারিখঃ০২/০৯/১২
সময় আনুমানিক সকাল ১১টা ৪০মিঃ
সেবাঃ ব্যাঙ্ক সংলগ্ন এটিএম বুথ নষ্ট। সামনে অলস ভঙ্গিতে সিকিউরিটি গার্ড এর মোবাইলে ??জরুরী ?? কথোপকথন। জিজ্ঞেস করলাম মেশীন ঠিক হবে কবে। প্রয়োজনীয় যন্ত্রখানা কান হতে না সরিয়েই ভেতরের দিকে ইঙ্গিত-ওখানে জিজ্ঞেস করেন।
স্থানঃঐ
তারিখঃ ০৩/০৯/১২
সময়টা ঠিক একদম মনে পড়ছেনা তবে সকাল ১১টা এর পরে।
সেবাঃ ব্যাঙ্ক সংলগ্ন এটিএম বুথ নষ্ট। ব্যাঙ্ক এর ভিতরে কার্ড পাঞ্চ করার মেশীন ও নষ্ট।
অর্থাৎ দ্বিতীয় বারের মত টাকা উত্তোলনের ব্যার্থ প্রচেষ্টা।
স্থানঃঐ
তারিখঃ ০৬/০৯/১২
সময়ঃ সকাল ১০টা ১০মিঃ
ব্যাঙ্কের ভেতরে বেশ অন্ধকারাচ্ছন্ন অবস্থা। ঘটনা কি? জীজ্ঞেস করাতে সিকিউরিটি গার্ডের উত্তর-সার্ভিস ১১টা থেকে শুরু হবে কারেন্ট নাই।
জেনারেটর এর কাজ চলছে। তাড়া থাকলে আসাদ গেট ব্রাঞ্চে যান।
এখন ব্যাঙ্কে একই কাজে তিন দিন যাওয়াতে রিকসা খরচ আনুমানিক ১০০টাকা। কিন্তু কাজের পরিমান শুন্য।
আর সময়ের কাথা বলছেন??
অফিসে নুতন ছুটির আবদার-ব্যাঙ্ক ছুটি -অর্থাৎ ব্যাঙ্কে যদি কোন কারনে আপনার যেতে হয় তাহলে সেই দিন অফিস হতে সময় বের করা,বসের রক্তিম চক্ষু আপনার- কাজ করতে পারবেন কি না ব্যাপক সন্দেহ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।