আমাদের কথা খুঁজে নিন

   

বিনুদনের বাংলাদেশঃ মানুষ যেন ভূলে না যায় এজন্যই লোড শেডিং হবে।

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। বাংলাদেশ বিনুদনের দেশ। প্রতিদিন ক্ষমতাশালী আওয়ামী লীগ দেশের মানুষের সথে কতো যে বিনুদুন করেন, তার কুনটা রাইখ্যা কুনটা লিখমু? আইজ প্রধানমন্ত্রী সংসদে কইলেন, "মানুষ যাতে লোডশেডিংয়ের কথা ভুলে না যায় তার জন্য আমি বিদ্যুত্ বিভাগকে সকাল-বিকাল এক ঘণ্টা করে লোডশেডিং করতে বলে দিয়েছি। অতীতে যে তারা বিদ্যুতের সমস্যায় ছিল এটা যেন তারা ভুলে না যায়। আর লোডশেডিং হলে বিদ্যুত্ বিলও কম আসবে।" ---দেশের মানুষের সাথে কতো বড়ো মজা তিনি করেন? ---দেশের মানুষেরে সাথে কতো ভাবে প্রতিশোধ পরায়ন তিনি? গত সাড়ে তিন বৎসরে শাসন কালে দেশের মানুষের সাথে এই রকমই তিনি বার বার প্রতিশোধ নিয়েছেন শেখ হাসিনা। এক মাঘে শীত যায় না, আরো মাঘ আছে; এই বিনুদুনই শেষ না, আরো বিনুদন আছে! দেশের জনগনের কাছে তখন কাইন্দাও রেহাই পাইবেন না।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।