আমাদের কথা খুঁজে নিন

   

গানের জলসায়- (৬) মান্না দে

যে ব্যথা দেয়,তারও তো ব্যথা থাকতে পারে-মাটির ময়না প্রবোধ চন্দ্র দে,মান্না দে নামেই যিনি আমাদের সবার কাছে পরিচিত। গজল,রবীন্দ্রসংগীত,নজরুলসংগীত,আধুনিক গান-সকলক্ষেত্রেই অবদান রেখেছেন। তাঁর সংগীতজীবনে তিনি প্রায় ৩৫০০ গান করেছেন। 'জীবনের জলসাঘরে' নামে তাঁর আত্মজীবনী ২০০৫ সালে বের হয়,একই মুখবন্ধে ২০০৮ সালে ডকুমেন্টরি তৈরী হয়। মান্না দে'র কিছু গান... কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই,আজ আর নেই... সকলবয়েসী মানুষের কাছেই পছন্দনীয় নস্টালজিক একটা গান।আমারও অনেক পছন্দের পৌষের কাছাকাছি রোদমাখা সেইদিন ফিরে আর আসবে কি কখনো !!! গানটা আম্মুর পছন্দের।ছোটবেলায় আম্মুকে খুব শুনতে দেখতাম।আমারও ভাল লাগে। কতদিন দেখিনি তোমায়,তবু মনে পড়ে তব মুখখানি... সে আমার ছোট বোন,বড় আদরের ছোট বোন... তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে... গানটা খুউব শুনি সবাইতো সুখী হতে চায়...তবু কেউ সুখী হয়,কেউ হয়না...। খুব জানতে ইচ্ছে করে... যদি কাগজে লেখো নাম... আবার হবেতো দেখা,এ দেখাই শেষ দেখা নয়তো... জানি তোমার প্রেমের যোগ্য আমিতো নই... আমার ভালোবাসার রাজপ্রাসাদে... দীপ ছিল,শিখা ছিল... ক ফোঁটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে... সব গানগুলোই অনেক অনেক পছন্দের  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.