আমাদের কথা খুঁজে নিন

   

কান্ডারি

অরণ্যে রোদন নয়, সর্বত্রই রোদন! কখনই থামবার নয়, মৃত্যু মাতন। আলোর পাশে আলেয়া, আলোর বিপরীতে আধার। বার মাসের ভাটা না ফুরোয়, আসে না ছোট্ট জোয়ার। পৃথিবীকে বিদায়, নিয়ন্ত্রিত নিয়তি। অপারে যেতে চাও! আছো কোন সাথী? শ্মশান ঘাটে দগ্ধ লাশ, চিনতে চাওয়া দীর্ঘশ্বাস! নিয়তিকে অবিশ্বাস, সিক্ত বিকেল বার মাস! কি করি ভাবনা ভোঁতা, পায়ে টুপি মাথায় জুতা। নিঃসম্বলের সম্বল কোথা, কারে বলব দুখের ব্যাথা? সইতে নারি, আবার কইতেও নারি। অপারে যেতেই হবে, আছো কোন কান্ডারি?  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।