আমাদের কথা খুঁজে নিন

   

নারায়ণগঞ্জে ডিআইজি আসাদুজ্জামান : অপ্রিয় সত্য কথা বেরিয়ে গেল

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি আসাদুজ্জামান বলেছেন, ‘আমাদের দেশে বিচার কেনাবেচা হয়। দেশে নিয়মতান্ত্রিকভাবে বিচার পাওয়া প্রায় অসম্ভব। থানায় যান টাকা, কোর্টে যান টাকা, উচ্চ আদালতে টাকার পরিমাণ আরও বাড়তে থাকবে। কমিউনিটি পুলিশিং এসব পরিস্থিতি থেকে বের হওয়ার উপায়। ’ কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে গরিব মানুষ বিচার পেতে পারে বলে তিনি মন্তব্য করেন।

নারায়ণগঞ্জ কাব মিলনায়তনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আসাদুজ্জামান এসব কথা বলেন। সভায় জেলা কমিউনিটি পুলিশের সভাপতি কুতুব উদ্দিন আকসিরের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার শেখ নাজমুল আলম, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি মাহমুদ হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল বারি ভূঁইয়া, জেলা মহিলা পরিষদের সভাপতি আঞ্জুমান আরা আকসির। সভায় বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সভায় আবদুল বারি ভূঁইয়া বলেন, নারায়ণগঞ্জের কোনো থানায় গেলে পুলিশ নারী নির্যাতনের কোনো মামলা নেয় না। নারী-শিশু কোর্টে পাঠিয়ে দেয়।

আর নারী-শিশু কোর্টে গেলে এটিকে তদন্তের জন্য ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়। এ তদন্ত করতে গিয়ে দু-তিন মাস সময় লাগে। বিচারপ্রার্থী নারীরা চরম হয়রানির শিকার হন। জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন বলেন, নারায়ণগঞ্জবাসী গোয়েন্দা পুলিশ ও সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের মাধ্যমে চরম হয়রানির শিকার হচ্ছেন। শীতলক্ষ্যা নদী দখলের পরে বি আইডব্লিউটিএ মামলা করার পরও পুলিশ অভিযুক্ত সিদ্ধিরগঞ্জের এক কাউন্সিলরকে গ্রেপ্তার করেনি।

অথচ সম্প্রতি ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলরকে পুলিশের ওপর হামলার ভুয়া অভিযোগ তুলে গ্রেপ্তার করা হয়। এসব অভিযোগের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.