নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিন নারী পোশাককর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।
নিহতরা হলেন- জেসমিন (২৫), আয়শা আক্তার (২২) ও শাহিনুর আক্তার (২৪)। তারা বাসযোগে পোশাক কারখানায় কাজ করতে যাচ্ছিলেন।
আজ সোমবার সকাল ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল-ডেমরা সড়কের বিদ্যুৎ ব্লেড কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।
বাসটিতে প্রায় ২৫ জনের মতো যাত্রী ছিল। বাসটি ডেমরা সড়ক হয়ে আদমজী আসার পথে বিদুৎ ব্লেড কোম্পানির সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসে থাকা অন্তত ২০ যাত্রী গুরুতর আহত হয়। তাদের দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এদিকে জানা গেছে, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে।
তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।