দেশের অন্যতম পাইকারী বাজার নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ খালঘাট এলাকার একটি ময়দা উৎপাদন মিল থেকে দুইজনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকাল পৌণে ৮টায় নাইনা ফ্লাওয়ার-২ নামের একটি কারখানার ভেতর থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়।
লাশ দুটি নৈশ প্রহরী আবদুল আজিজ (৫৫) ও মিলের শ্রমিক হোসেন মিয়ার (৪০)। নৈশ প্রহরী আব্দুল আজিজ শহরের দেওভোগ পাইকপাড়া পানির ট্যাংকির মাওলা বক্সের ছেলে। কারখানার শ্রমিক হোসেন মিয়ার (৪০) বাড়ি চাঁদপুরে।
তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, সকাল পৌণে ৮টায় অন্য শ্রমিকেরা কাজে যোগ দিতে মিলে এসে দেখে মিলে তালা দেওয়া। তারা মালিককে খবর দেয়। মালিক এসে পুলিশকে খবর দিলে পুলিশ মিলের নিচ তলায় তল্লাশি চালিয়ে অফিস রুম থেকে নৈশ প্রহরী আবদুল আজিজের গলাকাটা লাশ উদ্ধার করে। পরে দ্বিতীয় তলা থেকে শ্রমিক হোসেন মিয়ার লাশ উদ্ধার করে।
ওসি আরও জানান, কি কারণে দু'জনকে গলা কেটে হত্যা করা হয়েছে তা উদঘাটনে তদন্ত চলছে। দ্রুত এ হত্যার রহস্য উদঘাটন করা হবে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।