গতকাল মঙ্গলবার এক গোলটেবিল অনুষ্ঠানে সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারি নিয়ে গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে অর্থমন্ত্রী বলেছেন, ‘ব্যাংকিং খাতে আমরা ৪০ হাজার কোটি টাকা ঋণ দিই। এর মধ্যে মাত্র তিন বা চার হাজার কোটি টাকা নিয়ে ঝামেলা হয়েছে। এটা কোনো বড় অঙ্কের অর্থ নয়। এ নিয়ে হইচই করারও কিছু নেই। সংবাদমাধ্যম এটা নিয়ে অতিরিক্ত প্রচারণা করে দেশের ক্ষতি করছে।
এমন ভাব যেন দেশের ব্যাংকিং সেক্টর ধসে গেছে। এতে আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। ’ (সূত্র: দৈনিক প্রথম আলো;০৫.০৯.১২)
ধন্যবাদ সাহসী অর্থমন্ত্রীকে। অন্তত একটি সত্য আপনি স্বীকার করেছেন। গত ক'বছরে শেয়ার বাজার, কুইক রেন্টাল ইত্যাদি ইত্যাদি নানান নামে দেশের মানুষের অর্থ এত বেশী লুটপাট হয়েছে যে এর মধ্যে একটি বছরে একটি কোম্পানীর পুরো ব্যাংকিং সেক্টরের দেয়া লোনের ১০ ভাগের এক ভাগ মাত্র লোপাট করা এমন কোন বড় ব্যাপার তো অবশ্যই নয়!!! বোকা সংবাদমাধ্যম অযথাই এসব নিয়ে হইচই করছে।
ধন্যবাদ আপনাকে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।