অনিস্চিত গন্ত্যব্যের পথযাত্রী
ট্রানজিট নিয়ে বিরোধী দলের দাবির সঙ্গে একমত পোষণ অর্থমন্ত্রীর
বিরোধী দলের দাবির সঙ্গে একমত পোষণ করে অর্থমন্ত্রী এম আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ফি ছাড়া ভারতকে ট্রানজিট দেয়া হবে না। আজ বিকেলে অর্থমন্ত্রী তার মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার রাজিব মিত্তার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বর্তমানে ট্রানজিটে ফি আদায়ে ১৯৭২ সালের একটি নীতিমালা অনুসরণ করা হয়। তবে আমরা আগামী দুতিন মাসের মধ্যেই নতুন নীতিমালা তৈরি করবো। সেই আলোকেই ট্রানজিটের ফি নির্ধারণ করা হবে।
বর্তমানে শুল্ক আদায়ের বিষয়টি স্থগিত রয়েছে। ট্রানজিটে শুল্ক আদায় নয়, এটি হবে ট্রানজিট ফি। হাইকমিশনারের সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে শুল্ক আদায়ে জটিলতায় আটক ভারতের দুটি জাহাজের বিষয়ে আলোচনা হয়েছে। এটির বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত হবে। এছাড়া ভারতের দেয়া ১ বিলিয়ন ডলার ঋণ ব্যবহারের প্রকল্পের বিষয়ে কথা হয়েছে।
সূত্র : শীর্ষ নিউজ
এখন সরকার এই কথামত কাজ করলে হয়!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।