মানুষের জীবন খুবই বিবর্ণ থাকে মাঝে মাঝে। আসলে একে বিবর্ণ বলাটা বোধ হয় ঠিক না। এটাও একটা রং। হয়তো নিকষ কালো কিংবা ধূসর ! আমার গ্রাজুয়েশন শেষের পথে।
লাস্ট সেমিস্টার।
কিন্তু এরই মধ্যে অনেক চিন্তা মাথায় ভর করেছে।
তার মধ্যে দুশ্চিন্তাও অনেক।
গ্রাজুয়েশন শেষ করে কি করবো?
এখন তো বিবিএ এমবিএ ভুরি ভুরি !
আজকাল চাকরি মানেই লবিং। এটা ছাড়া কিছুই হয় না।
একটা উদাহরণ নিজের চোখেই দেখেছি।
আমার ভার্সিটির পরিচিত এক বড় ভাই বিবিএ পাস করেছে প্রায় এক বছর হল। কেবল তার বেতন ১৮০০০+ হল। আর এক বড় ভাই বের হল গত সেমিস্টারে। তার রেসালট ওই ভাইর থেকে অনেক খারাপ আর তার ইংরেজি এ ফর আপেল বি ফর বাল ! ঠিক মত কথাই বলতে পারে না। অথচ সে একটা প্রাইভেট ব্যাংকে ২৫০০০+ টাকা বেতনে চাকরি করছেন।
কিভাবে বলতে পারেন? রেফারেন্স ! লিঙ্ক!! লবিং!!! আর কি?
মাথায় সব সময় ঘুরতে থাকে-
কোথায় চাকরি করবো?
ব্যাংক নাকি এমএনসি?
সেলারি কত পাবো?
তার থেকে তো গার্মেন্টস সেক্টরে ভালো বেতন পাওয়া যায়। ওই লাইনে ঢুকবো কিনা। কিন্তু ওখানে যে অনেক খাটুনি। কাকে ধরবো? কি করবো?
কি যে করি। উফফ এতো টেনশন।
মা বলে তোর বাবা'র অফিসের একজন পিওন ক্লাস এইট পাস আরেক জন আন্ডার ম্যাট্রিক। দুজনের বেতন ৮০০০+!! ড্রাইভার ম্যাট্রিক পাস। তার বেতন ১২০০০+ !!! তুই কি করবি?
তাই মনটা আরও বেশী খারাপ হয়ে যায় যে আমি গ্র্যাজুয়েট হয়ে যদি ১৫০০০+ বেতনে চাকরি করি তবে আমার আর ওই এইট পাস পিওন আর ম্যাট্রিক পাস ড্রাইভারের মধ্যে আমার পার্থক্য কোথায়? আর এটাও জানি যে লবিং ছাড়া স্টার্টিং এ এর থেকে বেশী আয় করা সম্ভব না।
আর আজকাল যে অবস্থা তাতে ৫০০০০ টাকাও হাতের ময়লা। আর যদি ঢাকা শহরে থাকতে হয় তবে বেতনের অর্ধেকটাই দিতে হবে বাড়িওয়ালাকে ! আর বিয়ে ! নো ওয়ে !! বিয়ে করতে হলে মিনিমাম ৫০০০০+ টাকা ইনকাম করতে হবে।
তারপর বিয়ে করবো।
সবাই দোয়া করবেন।
সময়টা খুবই খারাপ যাচ্ছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।