আমাদের কথা খুঁজে নিন

   

৪৭পূর্ব অভিভক্ত ভারতে মুসলিম সমাজের প্রতি হিন্দু সমাজের আচরন সম্পর্কে জানতে চাই।

দেশ গড়ার প্রত্যায় নিয়ে এগিয়ে আসুন সদ্য প্রয়াত বরেন্য লেখক জনাব হুমায়ুন আহমদ এর উপর লেখা একটি প্রবন্ধ পড়েছিলম কোন একটি পত্রিকায়্। সেখানে হুমায়ুন আহমদ বলেছেন অভিভক্ত ভারতে কোন হিন্দুর মিষ্টির দোকানে কোন মুসলমান ক্রেতা ঢুকতে পারতোনা, মুসলমানকে মিষ্টি দেয়া হতো তার হাতে, প্লেটে করে মিস্টি খাওয়ার অধিকার তার ছিলনা। একজন বযস্ক লোককে জিজ্ঞেস করলাম আসলে বিষয়টা কি? বিষয়টা এরচেয়েও জঘন্য ছিল। বয়স্ক ভদ্রলোক জানালেন কোন মুসলমান কোন হিন্দু বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে হেটে যেতে পারতোনা, এমনকি মুসলিম নববধুকেও পালকি থেকে নেমে খালি পায়ে পার হতে হতো। এমন আরো অনেক কথা শুনার পর ঐ সময়ের ইতিহাস জানার আগ্রহ বোধ করছি। আসলেইকি কথাগুলো সত্যি? এ জঘন্য আচরনের কারন কি? যারা শত শত বছর ভারত শাসন করেছে এবং যতটা জানি তখন হিন্দুরা ভালই ছিলেন, তাহলে এমন জঘন্য অমানবিক আচরণের হেতু কি? সঠিক ইতিহাস জানার ভিষন আগ্রহ বোধ করছি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।