আমার ভাই জার্মানি থেকে কি এক উল্টা পাল্টা tab নিয়া আসছে আমার জন্য। যেই ট্যাব এ সিম লাগানোর স্লট নাই। মানে ইন্টারনেট ব্যবহার করার জন্য আমার ওয়াই ফাই এর উপর নির্ভর করতে হয়। কিন্তু আমাদের খুলনাতে wi fi ২ ১ টা জায়গা ছাড়া নাই। । আবার নরমাল মডেম এই ট্যাব এর OS সাপোর্ট করে না। ট্যাব এর android version : jelly bean 4.1 ভাইয়া আমাকে একটু বুদ্ধি দেন, কি করব। । btcl এর নেট কিভাবে নিতে হয়?? কম টাকায় ওদের কোন ভাল package আছে কিনা,কেউ বলতে পারলে খুব উপকৃত হতাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।