"কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরিয়া গেছে.।" একজন ব্লগার যে সকাল দুপুর ভালবাসার টানে সামুতে বিচরণ করে তার কি কোন মূল্য নাই সামু কতৃপক্ষের কাছে। ১ ছাড়া ১০০ কে বরণ করার কোন ক্ষমতা রাখে কি কেউ? একজন সহব্লগার টিপু চলে গেছে না ফেরার দেশে। সে আর ফিরবেনা কোনদিন আমাদের মাঝে। সে আর লিখবেনা সামুতে। তাই বলে কি তার স্পর্শও হারিয়ে গেছে সামু থেকে ... একজন ব্লগারের প্রতি কি সামুর কোন ভালবাসা নাই। আমি জানতে চাই ব্লাগার টিপুর মৃত্যুতে কোন শোক বই কেন খোলা হলনা সামুর ওয়ালে? একজন ব্লগারের প্রতি সামুর এমন উদাসীনতায় আমি ব্যাথিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।