আমাদের কথা খুঁজে নিন

   

আসুন জেনে নেই আমাদের অন্তরের প্রধান প্রধান রোগ সমূহ

আল্লাহ তা'লা বলেন, "নিশ্চয় মদ, জুয়া, প্রতিমাসমূহ এবং ভাগ্য নির্ধারক শরকসমূহ অপবিত্র ও শয়তানের কাজ ছাড়া কিছুই না। অতএব, এগুলো থেকে বিরত থাক যাতে তোমরা সফলতা লাভ করতে পার। " সূরা আল মায়েদা - ৯০ অন্তরের ১০ টি রোগ !! ১ - আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করেন কিন্তু তাঁর আদেশ পালন করেন না। ২ - মুখে বলেন মুহাম্মদ (সাঃ) কে ভালবাসি কিন্তু তাঁর সুন্নতের অনুসরণ করেন না। ৩ - কুরআন পড়েন কিন্তু তা বাস্তবায়ন করেন না।

৪ - আল্লাহর সমস্ত নেয়ামত ভোগ করেন কিন্তু তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন না। ৫ - স্বীকার করেন শয়তান আপনার শত্রু কিন্তু তার বিরুদ্ধাচরণ করেন না। ৬ - জান্নাত পেতে চান কিন্তু তার জন্য আমল করেন না। ৭ - জাহান্নাম থেকে বাঁচতে চান কিন্তু সেখান থেকে পালানোর চেষ্টা করেন না। ৮ - বিশ্বাস করেন যে প্রতিটি জীবনকে মৃত্যু বরণ করতে হবে কিন্তু তার জন্য নিজে প্রস্তুত হন না।

৯ - পরনিন্দা ও গীবত করেন কিন্তু নিজের দোষ ত্রুটি ভুলে যান। ১০ - মৃত ব্যক্তিকে দাফন করে আসেন কিন্তু তা থেকে কোন শিক্ষা গ্রহন করেন না। ►কাজেই হে মুসলিম ভাই বোনেরা !!! আপনার অন্তর পরীক্ষা করে দেখুনর্ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.