জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়। হাওয়ায় আজি উঠছে কাঁপন উজ্জ্বল চাঁদ আকাশ তলে, পাতার পতন ছন্দ জাগায় হৃদয় কাঁদে কি চোখের জলে? একটি যুবক চিতল বক্ষে হাজার ফুলের রঙ ধরিয়া, খুন মাখা তুণ ছুড়ছে আমায় তাইতো নিত্য যাই মরিয়া। আকাশ পাড়ের চাঁদের আলোক তাঁর পায়েতেই দিবো যে ঢালি, ইচ্ছে প্রখর কিন্তু এখন আমিই তাহার চোখের বালি। শূণ্য আকাশ চাঁদের আলোক ছড়ায় ধুসর ভূবনলোকে, একলা এখন বিষন্নতায় ক্রন্দসী হই তাঁহার শোকে। ১৭ ভাদ্র, ১৪১৯।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।