আমাদের কথা খুঁজে নিন

   

ড্যাসিং হিরো কাদের। বাংলা সিনেমার নতুন স্ক্রিপ্ট

তারুণ্যের শক্তিতে জাগুন এই দেশ। ছিনিয়ে আনুক নতুন সকাল যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের রেলওয়ের কর্মচারি বলরাম বাবুকে চড় মেরেছেন। যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই কাণ্ড ঘটে। সাধারণ যাত্রীরা প্রতিদিন যে নির্যাতন মুখ বুজে সহ্য করে এই ধরনের চড় তাদের অন্তরকে কিছুটা হলেও শান্ত করবে। কিন্তু তাতে কি রেল কর্মীদের টনক নড়বে? আমার কাছে তা মনে হয় না।

বাংলাদেশে কোনো মন্ত্রী বা এমপি যদি সরকারি কর্মচারীদের নাজেহাল করেন তাহলে নেতিবাচক খবর হয়। যেমন হয়েছিল ককসবাজারের এমপির ক্ষেত্রে। কিন্তু ড্যাসিং মন্ত্রী কাদের সাহেবের এই আচরণ সাধারণ মানুষ সমর্থনই করবে । আমার কাছে অন্তত তাই মনে হয়েছে। আসলে রেল বিভাগে এক ধরনের রাম রাজত্ব চলছে দীর্ঘদিন ধরে।

সরকারি সম্পদ লোপট, ওয়াগন ভেঙ্গে সম্পদ চুরি, তেল চুরি, জমি দখল ইত্যাদি ঘটনা ঘটিয়ে রেলের এক শ্রেণীর অসাধু (প্রায় শতভাগ) কর্মচারি বিপুল সম্পদের মালিক। এটা সবাই জানেন, বলেন কিন্তু বলাটা হয় ভাগ নেওয়ার জন্য। রেলের কালো বেড়াল খুজতে গিয়ে নিজেরাই বেড়াল হয়ে যান এমন নজিরও আছে। কিন্তু এই প্রথম বেড়াল ধরার চেষ্টা করছেন বলে মনে হচ্ছে। আমরা আশা করবো কাদের সাহেবের এই ধরনের উদ্যোগ আই ওয়াশ হবে না বরং মানুষ বলবে সেই ড্যাসিং কাদেরই রেলকে কিছুটা লাইনে আনার চেষ্টা করেছিল।

(লাইন ছাড়া রেল তো চলে না)। বাংলা সিনেমার নতুন স্ক্রিপ্ট তৈরী হবে ফাটা কেষ্ট বা নায়কের মত। আমরা ড্যাসিং কাদের এর চরিত্রটিই খুজে পেতে চাই রাজনীতির সকল ক্ষেত্রে। এবং মন্ত্রীরা হোক ড্যাসিং কাদেরের রোল মডেল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.