আমাদের কথা খুঁজে নিন

   

চলেন সরকার কি চায়, জানি.......

আমি ভাল নেই চলেন সরকার কি চায়, জানি : ১) সরকার চায় না আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করেন, করলে নিজ দায়িত্বে ধরা খান না আত্নহত্যা করেন সে আপনার বিষয় । ২) সরকার চায় না আপনি সরকারী সঞ্চয়পত্র কিনেন, সেজন্য সঞ্চয়পত্রের সুদের উপর উচ্চ কর আরোপ করেছে যেটা বিশ্বের আর কোথাও নাই । ৩) আপনি সমবায় সমিতিতে বিনোয়োগ করেন, সেইটাও চায় না সরকার । নাহলে সরকারী অনুমোদনের পরও কেমনে দেশের সিংহ ভাগ সমবায় সমিতি ই ভুয়া । ৪) কোন এমএলএম ব্য বসা আপনি করেন, সেইটা কখনোই চায় না সরকার ।

কিন্তু , সরকারের লোকজনকে সাথে নিয়ে প্রকাশ্যে এই ব্যবসা হচ্ছে । নিয়ন্ত্রন করার জন্য কোন নীতিমালা নেই গত ২০ বছর যাবত্‍ । ৫) আপনি নিজে ব্যবসায়িক প্রতিষ্ঠান দিবেন ভাবছেন ? নিশ্চিত, ধরা খাইবেন । ঐ প্রতিষ্ঠানকে সরকারী দলের জন্য চাঁন্দা দিতে হবে, নাইলে দুদক তো আছেই । ৬) আপনি ঝাঁমেলায় যাইতে চান না ? ভালো ।

ব্যাংকে টাকা রাখবেন ? তুমুল ব্যাংক চার্জ, উপুর্যুপুরি করারোপ আর লোন লইয়া আপনের টাকা দিয়া সরকার ১২০ জন প্রতিনিধি নিয়া অলিম্পিক গেমসের উদ্ধোধনী অনুষ্ঠানে অংশগ্রহন করতে যাইব । ৭) আপনি নিঃস্ব, বাস্তুহারা বইল্যা গ্রামীন ব্যাংকের দ্বারস্ত হইবেন, সরকার তা কখনোই চায় না । বুঝতাছেন না ? সরকার চায়, আপনি হুদাহুদি সরকারে চাঁমচামি করেন, লাত্থি-গুতা খাইলেও চুপচাপ থাকেন । বাক স্বাধীনতা, মানবাধিকার আর গনতন্ত্রের কথা কইয়া চিক্কুর পাইরেন না । আর না পারলে মইরা যান ।

যেমনেই হোক স্বাধীনতার ৫০ বছর উদযাপনের সময় যেন সরকারী দল ছাড়া আর কোন মানুষ না থাকে । জয় বাংলা সরকারী দল চিরজীবি হোক । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।