আমি আমার মত, বাজারের আইফোন ফাইভ থেকে কোটি ডলারের এই আইফোনের পার্থক্য, এটি বানাতে ব্যবহার করা হয়েছে খাঁটি সোনা আর কালো হীরা। প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট টেকট্রি এক প্রতিবেদনে জানিয়েছে, এক চীনা ব্যবসায়ীর বিশেষ অনুরোধে স্মার্টফোনটি বানিয়েছেন ব্রিটিশ ডিজাইনার স্টুয়ার্ট হিউজ।
আইফোনটির কেসিং খাঁটি সোনা দিয়ে হিউজ বানিয়েছেন নিজ হাতে; সময় লেগেছে নয় সপ্তাহ। স্মার্টফোনটির ‘হোম’ বাটনে বসানো হয়েছে ২৬ ক্যারেট ওজনের কালো হীরা। কেসিংয়ের দুপাশে রয়েছে আরও ছয়শ’ সাদা হীরা।
কেসিংয়ের পেছনে অ্যাপলের লোগোটিও বানানো হয়েছে ৫৩টি হীরা দিয়ে।
বাজারে আইফোন ফাইভে টাচস্ক্রিনে আঁচড় লাগা ঠেকাতে ব্যবহার করা হয় গরিলা গ্লাস টু। হিউজের বানানো আইফোন ফাইভে গরিলা গ্লাসের জায়গায় রয়েছে আরও শক্তিশালী স্যাফায়ার দিয়ে বানানো স্ক্রিন।
খাঁটি সোনা দিয়ে বানানো কেসিং আর কয়েকশ’ মূল্যবান পাথর ব্যবহার করার পরও ওজনটা খুব বেশি নয় স্মার্টফোনটির, কেবল ১৩৫ গ্রাম। যেখানে বাজারের আইফোন ফাইভগুলোর ওজন ১১২ গ্রাম।
আর এর দাম বাংলাদেশি টাকায় প্রায় এক শত ২০ কোটি টাকা।
সুত্র ঃ বিডি নিউজ ২৪ .কম ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।