উনারা আমার ধর্ম দেখেন কেন ? আমার কর্ম দেখেন । আমার শিক্ষা দেখেন । আমার পরিবার দেখেন । আমার স্বভাব চরিত্র দেখেন । আমার দেশপ্রেম দেখেন । আমি দেশের জন্য কিছু করতে পারি কিনা সেইটা দেখেন । আমার যে কোন একটা যোগ্যতা(ধর্ম) কম থাকার কারনে আমি এই দেশের জন্য যুদ্ধ করতে পারবো না, দেশের জন্য প্রানও দিতেও পারবো না, দেশের জন্য কোন আন্দোলনেও অংশ গ্রহন করতে পারবো না, ১৯৭১ সালে দেশের মানুষের উপর জুলুম, অত্যাচার, নিযর্াতন হয়েছিলো তার বিচার চাওয়ার অধিকারও আমি হারিয়ে ফেলবো । কোন যুক্তিতে এবং কি কি কারনে আমি এই সব অধিকার থেকে বঞ্চিত হলাম কেউ কি বলতে পারবেন ? শুধু মাত্র একটা যোগ্যতার অভাবে আমার প্রতিবাদ করার অধিকার সত্যিই কি আমি চীর জীবনের জন্য হাড়িয়ে ফেললাম । শুধু মাত্র একটা যোগ্যতা না থাকার কারনে আমার জীবনের সব অর্জন ধুলায় মিশে গেল ? দূঃখ করা ছাড়া আমার কি কিছুই করার নাই ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।