আমাদের কথা খুঁজে নিন

   

সান্দ্রা বলেছিল

সান্দ্রা বলেছিল, 'যাবো না আমি কোথাও যাবো না' উষ্ণতা-আরামে ভেজা আমার যা কিছু সব মূর্তা ঝোপের ভেতর নির্জন দোয়েলের সুর, বুনো ফুলের নিঃসঙ্গ গন্ধ যাবতীয় গ্রহণ আর বর্জনের সব সঞ্চিত সময় ছাতিম ফুলের গন্ধে ভাসা আসমুদ্র জ্যোৎস্নার বিলাপ ছেড়ে কে যায় বানানো ওইসব স্ট্যাচুর ভেতর। কে ছাড়ে,' বৃষ্টিতে ভিজতে ভিজতে গলাব্যথা জ্বর' আলতো হাওয়ায় দুলে ওঠা ঘাস, কাশবন উদ্বাস্তু বকের কিংবা ডানাভাঙা কোনো পাখির বাতাসে ঝাপটানোর শব্দ মাইল মাইল ব্যেপে নদী, কলস্বর। জোনাকীর ডানায় ডানায় ঝলসে-ওঠা নীল নক্ষত্রের আলো আর আশ্চর্য উদ্ভাসে খেলা করা পতঙ্গেরা খুব সাধারণ চালের গুড়ো-পিঠা ততোধিক সাধারণ-অসাধারণ হয়ে ওঠা আমাদের বিনোদন। সান্দ্রা বলেছিল যাবে না সে কোথাও যাবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।