আমাদের কথা খুঁজে নিন

   

জর্জ ক্লুনি-সান্দ্রা বুলক দুই দেহে এক প্রাণ!

বহুদিন ধরেই একে-অন্যের মধ্যে ইস্পাতকঠিন বন্ধুত্বের বন্ধন ধরে রেখেছেন জর্জ ক্লুনি ও সান্দ্রা বুলক। কিন্তু কখনোই ভালোবাসার সম্পর্কে জড়াননি হলিউডের এ দুই তারকা। সম্প্রতি এর পেছনের কারণ সম্পর্কে বুলক জানিয়েছেন, ক্লুনি ও তাঁর মধ্যে বিভিন্ন বিষয়ে অনেক বেশি মিল বলেই প্রেম হয়নি তাঁদের।
এ প্রসঙ্গে বুলকের ভাষ্য, ‘বহুদিন ধরে আমরা একে-অন্যকে চিনি। আমাদের বন্ধুত্বের শুরুটা ঠিক কবে হয়েছিল, তা এখন আর আমরা মনেই করতে পারি না।

আমার ধারণা, হলিউডে আমরাই একমাত্র জুটি, যাঁরা অভিসারে মেতে উঠিনি। ক্লুনি ও আমার মধ্যে খুঁটিনাটি নানা বিষয়ে অনেক বেশি মিল রয়েছে। সম্ভবত, এ কারণেই আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠেনি। ’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে যুক্তরাজ্যের ফিমেলফার্স্ট ডটকম।
আর মাত্র তিন দিন পর মুক্তি পাচ্ছে ক্লুনি ও বুলক অভিনীত চলচ্চিত্র ‘গ্র্যাভিটি’।

এ ছবিতে নভোচারী চরিত্রে দেখা যাবে তাঁদের। ত্রিমাত্রিক প্রযুক্তিতে নির্মিত এই ছবিতে আরও অভিনয় করেছেন এড হ্যারিস, পল শর্মা, অ্যামি ওয়ারেন প্রমুখ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.