আমাদের কথা খুঁজে নিন

   

জেনে নিন এক অনবদ্য আবিস্কারের কথা যা আপনারা আগে জানতেন না ..

সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে, বাংলাদেশের বিজ্ঞানীরা পারেন নি,বিদেশের বিজ্ঞানীরা পারেন নি কিন্তু বাংলাদেশের এক বরেন্য ব্যক্তি দেশকে জানালেন ডি এন এ সমর্কে চাঞ্চল্যকর এক তথ্য! খবর পুরাটা না পরলে পস্তাইবেন মাস্ট! শুধু নিজে জানলেই হবেনা শেয়ার করে বন্ধুদেরো জানিয়ে দিন এ অনবদ্য আবিস্কারের কথা। সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুণির হত্যাকান্ড র‍্যাবের হাতে যাওয়ার পর আলামত থেকে এক ব্যক্তির ডিএনএ শনাক্ত করা হয়েছে। আর এ খবর ছড়িয়ে পড়ার পর এক সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া ব্যাক্ত করেন এটিএন বাংলার চেয়ারম্যান ও বাংলার ১মাত্র কোকিলকন্ঠী গায়িকা ইভা রহমানের স্বামী মাহফুজুর রহমান। মাহফুজুর বলেন, বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, কিন্তু কেড়ে নিয়েছে আবেগ। বিজ্ঞান আজ গ্রহ নক্ষত্রের কথা বলে, ডিএনএর কথা বলে।

বিজ্ঞান কাল অন্য কথা বলবে। কোন কিছুই ধ্রুব সত্য নয়। মাহফুজুর আবেগঘন কণ্ঠে বলেন, ঐসব ডিএনএ টিএনএ আমার শরীরে নাই। আমি সুস্থ ও পরিচ্ছন্ন জীবন যাপন করি, নিয়মিত গোছল করি, নামাজ পড়ি। ইভা রহমানকে নিয়ে আমার সুখের সংসার।

আমার শরীরে কেন ডিএনএ থাকবে? আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, আমার বা ইভা রহমান, কারও শরীরেই ডিএনএ নাই। তিনি বলেন, আমি আগেও বলেছি, সাগর ও রুনি উচ্ছৃংখল জীবন যাপন করত। তাই তাদের জামা কাপড়ে অন্য লোকের ডিএনএ পাওয়া গেছে। ইভা রহমান বা আমার শরীরে অন্য লোকের ডিএনএ পাবেন না, আমি ১১০% গেরান্টি দিয়ে বলতে পারি। তিনি দেশের সকলকে পরিচ্ছন্ন জীবন যাপনের আহ্বান জানিয়ে বলেন, লাইনে আসুন।

দেশের বেশ কটি সংবাদ পত্রে এই খবর ছাপা হয় ২৪/৮/২০১২ তারিখে ফেসবুক থেকে নেয়া,,,, যেখানে পেলাম Click This Link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.