সংশপ্তক কৌতুকটি Goblin দের নিয়ে। এ সম্পর্কে কিছুটা বিস্তারিত জানতে এইখানে গুতা মারেন।
>
>
>
>
>
>
>
একদা ভোরে জনৈক মহিলা তার ঘরের দরজা খুলে দেখে তার বাড়ীর বাগানে খর্বাকৃতির এক অদ্ভুত চেহারার লোক। দেখেই চিনতে পেরে মহিলা বলল –
‘‘তুমি Goblin, আজ তোমাকে আমার আংগিনায় হাতেনাতে পেয়েছি। এখন তোমাকে আমার তিনটা ইচ্ছা পূরণ করতে হবে।
’’
এমন দাবীর জন্য পূর্ব থেকেই প্রস্তুত Goblin বলল, ‘‘ হাতেনাতে ধরা যখন খেয়েছি তখনতো তোমার ইচ্ছা পূরণ করতেই হয়। বল তোমার প্রথম ইচ্ছা কি?”
মহিলা বলল, “আমার বসবাসের জন্য একটা প্রাসাদোপম বাড়ী। ”
“ঠিক আছে। পেয়ে যাবে। এবার তোমার দ্বিতীয় ইচ্ছা কি বল” বলল Goblin
খানিক ক্ষন চিন্তা করে এবার মহিলা বলল, “একটি মার্সিডিজ এস ইউ ভি”
“ঠিক আছে।
এটাও পেয়ে যাবে। এবার তোমার তৃতীয় ইচ্ছা কি বল” জানতে চাইল Goblin
মহিলা বলল “বাকী জীবন নিরাপদে কাটানোর জন্য ব্যাংকে ৫ কোটি টাকার ফিক্সড ডিপোজিট। ”
Goblin বলল “তাও পাবে। তবে এ সবকিছু পাওয়ার জন্য তোমাকে আমার একটা শর্ত মানতে হবে। আর তা হল, আজ তোমাকে সারারাত আমার সংগে এক বিছানায় কাটাতে হবে।
”
“আমার তিন ইচ্ছা পূরনের জন্য যদি তোমার এটাই শর্ত হয়, তবে তাই হোক। ” মহিলা উত্তর দিল।
পরদিন সকালে মহিলাকে ঘুম থেকে জাগিয়ে Goblin জিজ্ঞেস করে –
“তোমার বয়স কত?”
“৪১ বছর” উত্তর দিল মহিলা
Goblin বলল, “F**K me। তোমার বয়স ৪১ আর তুমি এখনও Goblinদের বিশ্বাস করো?”
পাদটীকাঃ আগ্রহী ব্লগারগণ উপরোক্ত কৌতুকে মহিলা, গবলিন, প্রাসাদোপম বাড়ী, মার্সিডিজ এসইউভি, ৫ কোটি টাকার ফিক্সড ডিপোজিট, বিছানায় রাত কাটানো - এই শব্দগুলি যথাক্রমে বাংলাদেশ, আওয়ামী লীগ, গণতন্ত্র, ১০ টাকা কেজি চাল, ঘরে ঘরে চাকরি, আর ২০০৮ এর নির্বাচন, এই শব্দগুলির দ্বারা প্রতিস্থাপন করলে দেখবেন আমাদের বর্তমান রাজনীতি কি নিদারুনভাবে এই কৌতুকের সাথে মিলে যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।