আমাদের কথা খুঁজে নিন

   

হামিদ ভাইয়ের কৌতুক কৌতুক খেলা...

যায় ভেসে যায় ঐশী সময় সুখ ভেলায়, রাগ বিরহের থাক না কথা এই বেলায়।

এম. এম. হামিদ ভাইজানের একটি পোষ্টে আমি নিন্মের মন্তব্য খানা করেছিলাম.. ভাইজানের পছন্দ হইলোনা কেন বুঝলাম না। "সাম্প্রতিক বলেছেন: ভাই, এত লেখা কে আফনারে টাইপ করে দেয়? আজকের দিনে পোষ্ট দিলেন- ৭ টি গতকাল- ৬ টি তার আগের দিন - ৫টি পর্যায়ক্রমিক ভাবে বাড়ছে.. আগামী কাল হিসাবে ৮ টি পোষ্টানোর কথা.. পারফরমেন্স ঠিক থাকবে তো??" আমি বুঝতে পারলামনা.. কেনইবা রাগ করলেন..আর কেনইবা আমারে ব্যান করলেন... সম্ভবত ওনার অন্যান্য নিক গুলা থেকে যে সকল পোষ্ট করেন সেগুলার একটা এক নজরে দিলাম না এজন্য। ভাই আমি সাম্প্রতিক বিষয় নিয়ে বেশী কাজ করি। তাই সাম্প্রতিক যেই নিক থেকে বেশী পুষ্টান.. সেটারই এক নজরে দিলাম। মাইন্ড খাইয়েন না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.