আমাদের কথা খুঁজে নিন

   

bkash সুদখোরের বস!!!

ব্রাক ব্যাংক ইউএসএ এর Money in Motion LLC, USA. মিলে বাংলাদেশে নিয়ে এসেছে বিকাশ। বাংলাদেশে বেশ জনপ্রিয়তাও পেয়েছে। যাদের অনলাইন ব্যাংক একাউন্ট নেই অথবা গ্রাম অঞ্চলে বাস তারাই বিকাশের মুল গ্রাহক। কিন্তু এরা লাগানহীন অযাচিত ফী কেটে নিচ্ছে তা দেখার কেউ নেই। যা দিনে দুপুরে ডাকাতির মতো।

১১০১-২৬০০ টাকা পর্যন্ত ৩৭ টাকা আবার ২৬০১-৪৫০০ পর্যন্ত ৭৩ টাকা কেটে নিচ্ছে। ৪৫০১ হলেই ১০০ টাকা। এছাড়াও টাকা উঠানোর সময় অতিরিক্ত ১০ থেকে ২০ টাকা নেয়। ফী এর তালিকা দেখতে এখানে ক্লিক করুন । হল, এদের এই ফী কে নির্ধারন করেছে।

এদের কিন্তু কোন লোকবলের দরকার হয়না এবং খুব ব্যায়বহুল প্রযুক্তিরো প্রয়োজন হয়না। কারন টাকা লেনদেনের কাজ করেন এজেন্টরাই। আবার সার্ভার ও অন্যান্য যন্ত্রপাতি বসাতে হবে একবারই। এতেও খরচ খুব বেশি হোয়ার কথা নয়। তাহলে ডাকাতির মতো এতো টাকা কেটে নেয়া মোটেই যুক্তিযুক্ত নয়।

বাংলাদেশ ব্যাবক ও সরকারের উচিৎ এ ধরেনের লেনদেনের ফী নির্ধারন করে দেয়া। ইচ্ছা মতো ফী দিয়ে জনগনের গলা কেটে নিয়ে যাচ্ছে আর সরকার বসে বসে উকুন মারবে তা তো হতে পারেনা। এটা সুদ এর চেয়েও বেসি ভয়াবহ সুদ এবং মানুষের কোটি কোটি টাকা ওরা নিজেদের কাজে ব্যবহার করছে কোন লাভ দিচ্ছে না... সুতরাং সোচ্চার হোন ......। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.