আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল ব্যাংকিং: বিকাশ(bKash)।

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই ব্র্যাক ব্যাংকের সাবসিডিয়ারী প্রতিষ্ঠান হিসেবে বিকাশ আত্নপ্রকাশ করে। ওয়েব সাইট http://www.bkash.com/ কিভাবে সদস্য হবেন? যে কোন বিকাশ পয়েন্টে গিয়ে আপনার এককপি পাসপোর্ট সাইজের ছবি এবং ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি নিয়ে সদস্য হতে পারবেন। সদস্য হতে টাকা লাগে না। এবং আপনার মোবাইল নম্বরটি আপনার বিকাশ নম্বর হিসেবে ব্যবহার করতে পারবেন। সুবিধা: ১. সহজ ২. অনেক বিকাশ পয়েন্টের কারনে যে কোন জায়গা থেকেই আপনি ক্যাশ জমা/উত্তোলন করতে পারবেন।

৩. একজনের একাউন্ট থেকে আরেকজনের বিকাশ একাউন্টে সহজেই টাকা ট্রান্সফার করা যায়। ৪. সহনীয় ফী ৫. ব্র্যাক ব্যাংকের বুথ ব্যবহার করেও টাকা তোলা যায়। অসুবিধা: ১. দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ২. ফ্লেক্সীলোডের মতো মোবাইল নম্বর ভুল হলে ভুল নম্বরে টাকা চলে যায়। ৩. মোবাইল থেকে টাকা সেন্ড এর সময় দ্রুত সেশন টাইম আউট হয়ে যায়। ফলে দ্রুত কাজ করতে গিয়ে ভুল হবার সম্ভবনা বেড়ে যায়।

৪. টাকা সেন্ড করার সময় একবারই মোবাইল নম্বর দিতে হয়। ফলে নম্বর ভুল হবার সম্ভবনা থেকে যায়। নিরাপত্তার জন্য দুইবার নম্বর দিতে হলে প্রসেস দেরী হতো কিন্ত নিরাপদ হতো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.