আমাদের কথা খুঁজে নিন

   

ঈসপের অল্প সল্প গল্পঃ নেকড়ে এবং তার ছায়া

আমার অনুবাদকৃত ঈসপের গল্পগুচ্ছের দ্বিতীয় পর্ব নিচে দেয়া হল। যারা সিরিজের প্রথম গল্পটি মিস করেছেন তারা পড়ুন - রাজা অভিলাষী ব্যাঙেরা নেকড়ে এবং তার ছায়া পড়ন্ত বিকেলে এক নেকড়ে খোশ মেজাজে ক্ষুধা পেটে তার আস্তানা ছেড়ে বেরলো। যখন সে দৌড়াচ্ছিল ডুবন্ত সূর্যের আলোয় তার ছায়া মাটিতে অনেকদুর প্রলম্বিত হয়ে এমন দেখাচ্ছিল যে সত্যিকার নেকড়ের আকারের চেয়ে ছায়া শতগুন বড় লাগছিল। "দেখই না কত্ত বড় আমি" নেকড়ের গর্বিত উচ্চারণ, "আমিই নাকি আবার ঐ পুঁচকে সিংহের ভয়ে পালাব! এবার বোঝাব তাকে বনের রাজা হবার জন্য কে বেশী উপযুক্ত - সে না আমি?" যেই না বলা অমনি এক বিশাল ছায়া তাকে ঢেকে ফেলল। পরের মুহূর্তে সিংহের এক থাবাতেই নেকড়ে হল ধরাশায়ী। গল্পের দর্শনঃ আকাশ কুসুম কল্পনাতে বাস্তব ভুলতে নেই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।