আমাদের কথা খুঁজে নিন

   

ঈসপের গল্পের আধুনিক পরিনতি।



কোথায় যেনো কৌতুকটা শুনেছিলাম। পোলা ইদানিং ইয়াবা-হিরোইনখোর বদমাশ পোলাপাইনের সাথে ঘুরতেছে দেখে বাপে দুঃশ্চিন্তায় বাঁচে না।তাকে একটা হাতে কলমে শিক্ষা-দেওয়ার জন্য রাস্তা থেকে একটা পঁচা আম যোগাড় করে দোকান থেকে ১ কেজি ভালো আম এনে সেগুলোর সাথে রেখেছে।উদ্দেশ্য পঁচা আমের সাথে থেকে কিভাবে ভালো আমও পঁচে যায় তা বুঝানো। কিন্তু দুইদিনেও ভালো আমগুলা পচে নাই,উল্টা খারাপটায় আরো যেটুকু পচার কথা ছিলো,সেটা যেনো থেমে গেলো।বাবা বুঝলো,শুয়োরের বাচ্চা দোকানি গুলো ফরমালিন দেয়াই এটা ঘটেছে।রাগে ক্ষিপ্ত হয়ে সবগুলো আম নিয়ে গিয়ে দোকানির মুখে নিক্ষেপ করে বাবা বলেছে,তোদের জন্য পোলাপাইন্দের যে একটা শিক্ষা দিবো,তারও কোন উপায় নাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।