আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তির মরিচা ও মরীচিকা

মুক্তির মরিচা ও মরীচিকা হান্নান কল্লোল আলেয়ার নোনতা জীবনে জোটেনি ঘর-গেরস্থালি। শিখতে পারেনি সে সমাজসিদ্ধ শয্যাপাতন প্রণালী। মাতৃভূমির মানচিত্র বিছিয়ে সে রয়েছে শুয়ে- যখন যে চায় তখন তারই রতিরমণী হয়ে। আমাদের প্রধান মুক্তির রোদনেভা গ্রহণপ্রহরে বরণ করে নিলো তাকে পৃথিবীর প্রথম আলো। মানবীয় সুবিধাবঞ্চিত জীবনে তার দ্রুতলয়ে ঘনিয়ে এলো আদিম আঁধার।

কেননা সে যে এক পিতৃপরিচয়হীনা! আলেয়ার মা'র ক্যাম্পে ক্যাম্পে কাটলো যুদ্ধকালীন ন'টি মাস। জানলো না সে- কার শ্বেতরক্তে কখন নিষিক্ত হলো গর্ভস্থ ভ্রূণ তার। সেই পবিত্র পতিতা আজও যোজন-বিয়োজনের খেলায় পরাধীনতার ঝুলি হাতে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায়। স্বাধীনতা তথা মুক্তি মুছতে পারছে না তার নিন্দিত জীবনের জলছাপ; নন্দিত করতে তাকে দিতেও চাচ্ছে না ‌‌'বীর'-যুক্ত বিশেষ কোনো খেতাব। আলেয়াও এবার জন্মরোধ থামিয়ে হতে চলেছে বিজয়ের এক বিষমাতা।

পিতার শূন্যতায় গোপনে সে সেঁটে দিতে চায় জাতির জনকের ছায়াহীন কায়া- প্রশ্নবাণে বিদ্ধ হলে নিপাতনে প্রতিস্থাপন করবে রাজাকার প্রধানের প্রচ্ছায়া! খসড়া: ২৯/০৮/১২ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।