আমাদের কথা খুঁজে নিন

   

রত্নগর্ভা দেশ আমার পিছেই পড়ে রয়।

আমার মাত্র দুইখান চাক্কা একখান গাড়ী ... "অদ্ভূত উটের পিঠে চলেছে স্বদেশ",এক কথায় অসাধারণ লিখেছেন ভাইয়া। আগে ভাবতাম দেশের মেধাবী ছাত্রগুলো এভাবে দেশকে ফেলে রেখে চলে জায় কেন! আপনার লেখা টা পড়ে বুঝতে পারলাম আসলে তারা দেশ ছাড়ে নিজের ভবিষ্যতের কথা ভেবে এবং এক ই সাথে দেশের জন্যেও কিছু করার উদ্দেশ্যে। হায় আমাদের মাতৃভূমি! হায় আমাদের বঙ্গদেশ! এত মেধা গর্ভে ধারণ করে ও তুই নিজে আজও পিছেই পড়ে রইলি। ধন্যবাদ জানাই ঐ ভাইকে যিনি আমাকে এটা অনুধাবন করতে সাহায্য করলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।