"পুরান ঢাকার একটি রেস্তোরাঁ থেকে বুয়েটের এক শিক্ষকসহ ৫০ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।" আমি বুয়েটে পড়েছি। হলের সেই বিষাদময় খাবারের ক্লান্তি দূর করতে আমরা দল-বল বেধে চলে যেতাম পুরান ঢাকার সেই বিক্ষাত রেস্তোরাঁ 'হোটেল স্টার' এ। খবর পড়ে জানলাম, এরাও দল-বল বেঁধে খেতে গিয়েছিল সেখানে। নতুন জয়েন করা সেই টিচার সম্ভবত হলের সবাইকে খাওয়াতে নিয়ে গিয়েছিলেন। পার্থক্য শুধু এতটুকুই- এদের প্রায় সবার মুখেই দাড়ি ছিল। এখন আর অস্ত্রধারী, গাজা-সিগারেট খাওয়া সন্ত্রাসী ধরা পরতে শুনি না বহুদিন। প্রতিদিন পেপার পড়ে একটা জিনিস সবার মাথায় ঢুকে যাচ্ছেঃ মুখে দাড়ি থাকা, মাথায় টুপি পরা... সবচেয়ে বড় অপরাধের একটি। আরে ভাই, দুষ্টু ছেলে-পেলে একসাথে থাকবে, হুজুর মাইন্ডের ছেলেরা একসাথে ঘুরতে, খেতে বের হবে, এটাইতো স্বাভাবিক। তাহলে কি এখন বাকি থাকল মসজিদ থেকে অনেক মুসল্লি একসাথে নামায পড়ায় সবাইকে গ্রেপ্তার করা!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।