Nothing to say
ভারতের প্রথম সারির শিল্পপতি সাহারা গ্রুপের চেয়ারম্যান সুব্রত রায় সাহারাকে গ্রেফতার করেছে পুলিশ। কয়েক লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীর কাছ থেকে প্রায় ২৪ হাজার কোটি রুপি অবৈধভাবে জমা নেয়ার অভিযোগে ভারতীয় সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জের সাবেক সদস্য কেএম আব্রাহাম সাহারার বিরুদ্ধে রিপোর্ট জমা দিয়েছেন তাতেই ফেঁসে গেছেন ভারতের এই শিল্পপতি। ভারতের শিল্প-বিনিয়োগ, কর্মসংস্থান, ক্রীড়াজগত, মিডিয়া এবং চলচ্চিত্র জগত পর্যন্ত সর্বত্র প্রভাবসৃষ্টিকারী এই শিল্প পরিবারের প্রধানকে শুধু গ্রেফতারই করা হয়নি, সর্বোচ্চ আদালত একাধিকবার তার জামিন আবেদন নাকচ করেছেন এবং প্রায় দুই সপ্তাহ ধরে তিনি তিহার জেলে বন্দি জীবন কাটাচ্ছেন। সাহারা গ্রুপ ভারতের অন্যতম প্রধান কর্মসংস্থান প্রদানকারী শিল্পগ্রুপ। অন্তত ১০ লক্ষাধিক শ্রমিক এই শিল্প পরিবারের সাথে যুক্ত আছেন। সারাবিশ্বে সাহারা গ্রুপের সম্পদের পরিমাণ ১১ বিলিয়ন ডলার,বাংলাদেশী মুদ্রায় প্রায় ১০০ হাজার (লক্ষ কোটি) কোটি টাকা। লন্ডনের শতবছরের ঐতিহ্যবাহী অভিজাত গ্রাসভেনর হোটেল এবং নিউইয়র্কের প্লাজা হোটেলের মালিক হিসেবে সুব্রত রায় পশ্চিমা বিশ্বেও সমধিক পরিচিত। গ্রেফতার হওয়ার পর সুব্রত রায় তাৎক্ষণিকভাবে প্রায় ৩ হাজার কোটি রুপি ফেরত দিয়ে বাকি সমুদয় অর্থ দেড় বছরের মধ্যে ফেরত দেয়ার অঙ্গিকারসহ জামিনের আবেদন করেও ব্যর্থ হয়েছেন।
অন্যদিকে, আমাদের দেশে দুই-দুইবার শেয়ারমার্কেটে লুটপাটের অগ্রভাগে যার নাম এসেছে তার দাপট দেখেছেন? পত্রিকার খবরে প্রকাশ, গ্রেফতারী পরোয়ানা জারির আধাঘন্টার মধ্যে তা প্রত্যাহার। চিন্তা করেছেন কখনো? তার দেশপ্রেমিক, থুক্কু, শেয়ারেমার্কেট প্রেমিক খেতাব এখন সময়ের দাবী!
এই জন্যই ওরা পারছে আমরা পারছি না! আইনের শাসনের ন্যুনতম চর্চা বলতে যা বোঝায় তা তারা ভালভাবেই দেখিয়েছে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।