নইতো আমি এমন কোন কবি- কবিতার পঙ্কতিতে ফোটাব যে তোর ছবি কিন্তু জানিস কি?এই লাইন যখন লিখি, তোরই ছবি মনের গহীন কোনে আঁকি। নইতো আমি এমন কোন শিল্পী- গীটারের তারে বাজাব যে তোর লিপি। কিন্তু জানিস কি?গীটারের ঐ ধ্বনি, বলে যায় শুধু তোরই নিঃশ্বাস এর বাণী। তাইতো নিজের রঙ ভুলে আজি, আমি তোরই রঙ এ সাজি। তোর কষ্টে না জানি কেন কাঁদি? অষ্টপ্রহর বসে তোরই কথা ভাবি। ভাবছিস আমি কেন আমি অমন করি? এই জীবনে বুঝবি না নাকি গাধী? তোকে যে আমি ভীষণ ভালবাসি। এখন দেখা তো তোর একটুখানি হাসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।