যেভাবে তোমার ছবিগুলো কথা কয় , সেভাবে আমার কবিতার জ্যান্ত শব্দগুলো আলতো করে কামড়ে দিতে পারে সোহাগী বেড়ালের মতো। সহস্র কবিতার ১০০ ওয়াট আলো তোমার শরীরের হিরন্ময় সূর্যের কাছে এসে মলিন হয়ে যায় বুঝি ? হয়তো , হয়তো বা নয়। শরীর নশ্বর .. আর ভালোবাসার এই স্পর্ষ ও তার অনুভূতি অবিনশ্বর। আগ্নেয়গিরির ঘুমন্ত থাকুক। কখন জেগে ওঠে .. সেখানেই সব ভয়। আগুন আর লাভা অন্যকে শুধু নয় নিজের দেহকেও কম পোড়ায় না। ভালো বাসতে বাসতে বিনাশ হয়ে যাবো অবিনাশী গানের মতো। ছিড়ে নাও আমার পাঁজর .. গুজে দাও একটি ফুল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।