আমাদের কথা খুঁজে নিন

   

Flash Flood

Flash flood: নিম্নভূমিতে আকস্মিক ঘটে যাওয়া বন্যার নাম। প্রচুর বৃষ্টি, বাঁধ ভেঙ্গে যাওয়া বা হিমবাহ গলে গিয়ে পলকের মধ্যে ঘটে যাওয়া এক আতঙ্কের নাম। সর্বোচ্চ ছয় ঘণ্টার মধ্যে ঘটে যাবে মারাত্নক বিপর্যয়। ঢাকা শহরের বৃষ্টিতে জমা পানিতে পাঁড়ার রিক্সা বা ছোট নৌকাতে চড়ে উপভোগ করছেন? কিন্তু বৈশ্বিক পটভূমি চিন্তায় আমরা যদি পাহাড়ি এলাকার যোগাযোগের কথা ভাবি, হাইওয়েতে আটকে পরা মানুষদের কথা ভাবি, বাঁধের আশেপাশের জলমগ্ন পশুপাখির কথা চিন্তা করি তবে বিষয়টি মর্মবিদারক বলেই মনে হয়। যুক্তরাষ্ট্রের জন্য Flash flood এক ভয়ের নাম।

১৮৮৯ সালের পেনসিলভানিয়াতে South Fork Dam এর কাহিনী। South Fork Fishing and Hunting Club বাঁধটি কিনে নেয় এবং তা নকশা পুনরায় করার চেষ্টা করে যাতে এলাকাটিতে এক অবকাশ কেন্দ্র গড়ে তোলা যায়। কিন্তু তাদের ত্রুটিতে এক মারাত্মক বিপর্যয় ঘটে, ফলশ্রুতিতে আকস্মিক বন্যায় ২২৯০ লোকের প্রাণহানি ঘটে। ঘটে যাওয়া দুর্ঘটনা থেকেই বহুল প্রচলিত "Johnstown Flood Tax” এর উৎপত্তি, যা এখনো অ্যালকোহলজাত পানীয় কিনতে ভোক্তাকে দিতে হচ্ছে। পার্শ্ববর্তি দেশ ভারতেও নগরায়নের কারণে ঘটে যাওয়া বন্যার সংখ্যা নেহায়েত কম নয়।

এখন ধরা যাক, কেউ গাড়ি চালিয়ে যাচ্ছেন, হঠাৎ হাজির হোল পানির স্রোত। পানির স্রোতের উচ্চতা কম দেখে অনেকে তা তুচ্ছ মনে করে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। যদি নেন, তবে আপনি কেবলই এক বিরাট ভুল সিদ্ধান্ত নিলেন। সংঘটিত আকস্মিক বন্যার ফলে মৃত্যুর ৮০ শতাংশই ঘটে এই সিদ্ধান্তের কারণে! তেড়ে আসা মাত্র ২ ফুট পানিই যথেষ্ট ছোটখাট গাড়ি ভাসিয়ে নেয়ার জন্য। তাহলে রাস্তায় গাড়িতে থাকাকালীন নিরাপত্তার জন্য করণীয় কি? ১।

পাহাড়ি এলাকা, বাঁধের আশেপাশে, হাইওয়েতে চলাফেরায় সতর্ক হোন। একান্ত প্রয়োজন হলে টানা বৃষ্টি দেখলে এমন কিছুর জন্য আগে থেকেই প্রস্তুত থাকুন। ২। সম্মুখে পানি দেখলে "Turn Around, Don't Drown" নীতি মেনে চলুন। ৩।

পেছন থেকে আসা পানির স্রোত এসে গেলেই গাড়ির ত্যাগ করুন। It's better to be wet than dead. ৪। যদি পানির টানে গাড়ি ভেসে গিয়ে ডুবে যাওয়ার উপক্রম হয়, পানিকে তার সর্বোচ্চ উচ্চতায় উঠতে দিন(এমনকি পুরো গাড়িতে পানি ভরে গেলেও)। তার পর দরজা খুলে সাঁতরে যান। ৫।

পানির স্রোতে নিজে ভেসে গেলে পা স্রোতের বয়ে যাওয়ার দিকে রাখতে হবে। ৬। রাতের বেলা সর্বোচ্চ সতর্ক থাকতে হবেঃ রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে। উদ্দাম পানির স্রোত যে কি ভয়াবহ হতে পারে তা দেখতে পারেন এই ভিডিও খেকে http://www.youtube.com/watch?v=TDtBby7lJX0 ২৮ জুন, ২০১২। বন্দর নগরী চট্টগ্রামে ৮০ জনের মৃত্যু হোল, আকস্মিক বন্যায়।

তার ভিডিও লিঙ্ক http://www.bbc.co.uk/news/world-18620315 অপরিকল্পিত নগরায়নের ফলে আমাদের প্রিয় নগর ঢাকা আজ এমন ঘটনার শিকার হচ্ছে হরহামেশাই। হালকা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী না হলেও সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছে নগরবাসী। প্রাণহানি না ঘটলেও খানাখন্দে ভরা রাস্তাঘাটে রিক্সা উল্টে যাওয়ার চিত্র পত্রিকার পাতায় পাতায়। আকস্মিক বন্যা প্রতিরোধের জন্য আমাদের প্রস্তুতিই যেখানে প্রশ্নবিদ্ধ, সেখানে বহুল উচ্চারিত বৈশ্বিক উষ্ণায়ন বা Global Warming এর জন্য হতে যাওয়া সমস্যায় আমাদের ভবিষ্যৎ কি তা এখনি ভেবে দেখার বিষয়। কিছু ছবি দেখে নেয়া যাক, শেষের কিছু ছবি আমাদের বাংলাদেশের।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।